সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ভিড় ট্রেনের মধ্যেই হঠাৎ চুলে টান। ঘুরে দাঁড়িয়ে যদি দেখেন চুলের অর্ধেকটাই নেই? প্রায় এমনটাই ঘটেছে বাগুইআটির এক তরুণীর সঙ্গে। বুধবার ঘটেছে এই ঘটনা। শুক্রবার পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি আরপিএফ। প্রবল আতঙ্কে নিজেকে প্রায় ঘরবন্দি করেছেন ওই তরুণী।


বুধবার বিকেলে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন বাগুইআটির বাসিন্দা এই তরুণী। ভিড় ঠেলে শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি লোকালে উঠেছিলেন। মহিলা কামরায় বসেছিলেন তরুণী। কামরার ভিতরে হঠাৎ চুলে টান অনুভব করেন। ভিড় ট্রেনে কারও হাত লেগে চুলে টান লাগছে ভেবে আমল দেননি। সন্ধে ৬টা বেজে ২০ মিনিটে বিধাননগর স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে নামেন তরুণী। সাবওয়ে দিয়ে হাঁটার সময়ে ফের চুলে টান অনুভব করেন তিনি। সন্দেহ হওয়ায় চুলের বিনুনি সামনে টেনে দেখতে গিয়ে চমকে ওঠেন। দেখেন বিনুনির অর্ধেক অংশ কেটে ঝুলছে। কোনওরকমে বাড়ি ফেরেন তিনি। এরপর RPF-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ করেন। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়ে তরুণীর পোস্টের রিপ্লাই করে RPF। 


বৃহস্পতিবার তরুণীর সঙ্গে যোগাযোগ করেন বিধাননগর RPF ও শিয়ালদা RPF- এর আধিকারিকরা। বিধাননগর RPF-এ লিখিত অভিযোগ জানান তরুণী। শিয়ালদা RPF- এর কাছেও সেই অভিযোগপত্র পাঠিয়ে দেওয়া হয়। ওই তরুণী বলেন, 'আমার পেছনে একজন ছিলেন, আমি ওঁকে জিজ্ঞেস করি, আপনার হাত দেখি, আমার চুল কে কেটেছে?  উনি হাত দেখালেন, দেখলাম ওঁর হাতে কিছু নেই। কিছুটা এগিয়ে আমার আবার সন্দেহ হয়, আমি আবার ওঁর হাত দেখতে চাই। তখনও দেখলাম ওঁর হাতে কিছু নেই।' ওই তরুণীর বাবা বলেছেন, 'এই সব ক্রিমিনাল যারা , তাদের ধরে কঠিন শাস্তি দেওয়া উচিত এবং প্রশাসন ও রেল কর্তৃপক্ষেরও এই বিষয়ে সচেতন হয়ে সব সময় সতর্ক থাকা উচিত। এই ধরনের নিরাপত্তা যেন কারও ক্ষেত্রে বিঘ্নিত না হয়।'


তরুণীর অভিযোগের পর শিয়ালদা ও বিধাননগরের CCTV ফুটেজ খতিয়ে দেখা হয়। এখনও কাউকে চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে RPF। মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র বলেন, 'প্রতিহিংসা, কেই স্টক করছিল, কুসংস্কার থেকে পারে বা চুল বিক্রির কোনও চক্রহতে পারে। বড় বিপদ হতে পারত। তরুণীর ওপর আক্রমণও হতে পারত।'


মোবাইল চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা প্রায়শই হয়। কিন্তু এবাবে চুল কেটে নেওয়া? ঘটনায় আকস্মিকতায় হতবাক ওই তরুণী। ভয়ে কলেজও যাচ্ছেন না তিনি।


আরও পড়ুন: বাড়ি বন্ধক রেখে টাকা এনেছিলেন বাবা! সপ্তসিন্ধু জয়ের পথে আরও একধাপ এগোলেন সায়নী