কলকাতা: আর আলাদা থাকবে না পদবি। জাপানে সবার এক পদবি হয়ে যাবে। খুব শিগগিরই এমনটা হতে চলেছে। সম্প্রতি এক গবেষণা থেকে জানা গিয়েছে এমনটা। তোহকু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিরোশি ওশিদা এই গবেষণা করেন। তাতে কিছু নির্দিষ্ট পদবির দিকে বেশিরভাগ মানুষের ঝোঁক দেখা গিয়েছে। হিরোশি ওশিদার ওই গবেষণা বলছে, বর্তমানে কিছু নির্দিষ্ট পদবিরই রমরমা। অধিকাংশ মানুষরাই এই পদবিগুলি বেছে নিচ্ছেন। এর ফলে কিছু বছর পর গোটা দেশেই এক পদবির মানুষ থাকবে বলে জানাচ্ছে গবেষণাটি (Japan Surname Issue)। 


বিবাহ আইনের জের 


সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, শুধু যে মানুষের ঝোঁক তা নয়, বিবাহ আইনও কিছুটা দায়ী বলে জানাচ্ছে গবেষণা। বর্তমানে জাপানে প্রচলিত বিবাহ আইন অনুসারে মহিলাদের বিবাহের পর পুরুষদের পদবি গ্রহণ করতে হয়। এর ফলে মহিলাদের পদবি আলাদা হলেও তার সংখ্যা কমে যাচ্ছে দিন দিন‌ (Japan Surname)। বর্তমান বিবাহ আইনে সমলিঙ্গ বিবাহের কোনও অনুমতি নেই জাপানে। যার ফলে আলাদা পদবি সম্ভাবনা আরও কমে গিয়েছে, প্রসঙ্গত সারা বিশ্বে বৃহত্তম দেশ গুলির মধ্যে পদবির বৈচিত্র্যে জাপান অন্যতম। সেই জাপানেই এবার সকলের একই পদবি হতে পারে বলে জানাচ্ছে ওই গবেষণা।‌


পদবির নয়া ট্রেন্ড


পদবির যে নয়া ট্রেন্ড জাপানে চালু হয়েছে তার ভিত্তিতেই এই হিসেব করা হয়। হিসেবে দেখা গিয়েছে ৫০০ বছর পরে দেশে আর দুটো পদবি থাকবে না। সবার একটাই পদবি হবে। আর সেটি হবে সাটো। বিভিন্ন জটিল অঙ্কের হিসেব জানাচ্ছে, ২৫৩১ সাল নাগাদ এই ঘটনা ঘটবে। অর্থাৎ আজ থেকে প্রায় ৫০০ বছর পরে এটি হবে।


আইন সংশোধনের দাবি 


জাপানের এই পদবি সংকট (Japan Same Surname) কাটানোর জন্য ইতিমধ্যে আইন সংশোধনের দাবি উঠেছে। বিভিন্ন নারীর অধিকার সুরক্ষা গোষ্ঠী গুলি এই আন্দোলন গড়ে তুলেছে। তাদের দাবি বিবাহ আইনে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। মহিলারা বিবাহের পরেও নিজেদের পদবি চাইলেই ব্যবহার করতে পারবেন। সেই সুযোগ দিতে হবে তাদের। বর্তমানে সাটো জাপানের সবচেয়ে জনপ্রিয় পদবি‌। সাটোর পরে রয়েছে সুজুকি আর তাকাহাসি। জাপানের মোট ১২৫ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় দুই মিলিয়ন মানুষের পদবি সাটো। 


আরও পড়ুন - Viral Post: অটোভাড়া ৩ কোটি টাকা ! উবার বিভ্রাটের জেরে জোর ঝামেলা যাত্রীর সঙ্গে অটোচালকের