আবির দত্ত, কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী বা উত্তরপ্রদেশের (uttarpradesh) মন্ত্রী পরিচয় দিয়ে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। রাজারহাট (rajarhat) থেকে গ্রেফতার (arrest) অভিযুক্ত। অভিযোগ, সরকারি টেন্ডার (tender) পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে ৪০ লক্ষ টাকার বেশি হাতিয়ে নেয় রাজারহাটের বাসিন্দা তপন সরকার। ২০২১-এ বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। দীর্ঘদিন ফেরার ছিল অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, গতকাল তাঁকে বাড়িতে ঢুকতে দেখে মারধর করেন প্রতারিতরা। পরে অভিযুক্তকে গ্রেফতার করে বেলেঘাটা থানার পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই ব্যক্তি প্রতারণা করছিলেন অনেকের সঙ্গেই। নিজেকে মন্ত্রী পরিচয় দেওয়ায় বিশ্বাস অর্জন করতেও সুবিধে হচ্ছিল প্রত্যেকের। পুলিশের কাছে খবর আসার পর থেকেই এই ব্যক্তির খোঁজ করছিলেন তারা। অবশেষে গতকাল নিজের বাড়ির সামনে থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। 


এদিকে, এলগিন রোডে (Elgin Road) স্বর্ণ ব্যবসায়ী খুনে (Businessman Murder) গতকাল গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে। আমদাবাদ (Ahmedabad) থেকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে খবর, “স্বর্ণ ব্যবসায়ীকে খুনের পর পরিবারের থেকে মুক্তিপণ আদায় করা হয়। মুক্তিপণ আদায় করে ভোলবদলে একাধিক রাজ্যে, ‘মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে পালিয়ে বেড়াচ্ছিল।‘’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, “অন্য ব্যক্তির নামে তোলা সিম কার্ড ব্যবহার করা হয়েছিল। মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে।‘’


গত ফেব্রুয়ারি মাসেএলগিন রোডের এক গেস্ট হাউস থেকে স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়। তদন্তকারীরা প্রাথমিক অনুমান করেন, গলায় টেলিফোনের তারের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই ব্যবসায়ীকে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অপহরণ করে ব্যবসায়ীকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, লি রোডের বাসিন্দা, ব্যবসায়ী এস এল বৈদ-কে নিয়ে এক ব্যক্তি গতকাল এলগিন রোডের ওই গেস্ট হাউসে যায়। ব্যবসায়ীকে পরিচয় দেয় নিজের কাকা বলে।  এরপর, একটা সময় চেক আউট না করে ওই ব্যক্তি গেস্ট হাউস থেকে বেরিয়ে যায়।  রাতে পুলিশ ঘর থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল।