UP Election 2022: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আজ ষষ্ঠ দফার ভোটগ্রহণ। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুর সহ ১০ জেলার ৫৭ আসনে ভোটগ্রহণ। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অজয় কুমার শুক্লা গতকালই জানিয়েছেন যে, ষষ্ঠ দফার নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। আজ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সন্ধে ছয়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। অজয় কুমার শুক্লা জানিয়েছেন, অবাধ, নিরপক্ষে ও সচ্ছ্বতার সঙ্গে নির্বাচনের আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই দফায় প্রায় দুই কোটি ১৪ লক্ষ ভোটার তাঁদের মতাধিকার প্রয়োগ করবেন।
এই পর্বে উত্তরপ্রদেশে যে ৫৭ আসনে ভোট হচ্ছে, সেগুলির মধ্যে ২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপি ৪৬ ও শরিক অপনা দল ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ২ টি আসনে জিতেছিল। যদিও সুহেলদেব সমাজ পার্টি এবার শিবির বদলে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করছে। ষষ্ঠ দফার ভোটে অম্বেডকরনগর, বলরামপুর, বস্তি, সন্তকবীরনগর, মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশীনগর, দেওরিয়া ও বালিয়া জেলার ৫৭ আসনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে।
যোগীর গড়েও আজ ভোট
ষষ্ঠ দফার ভোটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা প্রচার করেছেন। এই দফার ভোটেই প্রথমবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ যোগী আদিত্যনাথের নির্বাচন কেন্দ্র গোরক্ষপুরে ভোটগ্রহণ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে প্রার্থী হিসেবে রয়েছে সমাজবাদী পার্টির সুভাবতী শুক্লা ও আজাদ সমাজ পার্টির সভাপতি চন্দ্রশেখর আজাদ সহ আরও কয়েকজন প্রার্থী।
সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীও ভোটের প্রচার করেছেন জোরকদমে। অন্যদিকে, বহুজন সমাজ পার্টি সহ অন্য দলের নেতারাও প্রচার করে তাঁদের দলের প্রার্থীদের হয়ে ভোট প্রার্থনা করেছেন। অম্বেডকরনগরে কটহরি বিধানসভা আসনে বিএসপির প্রাক্তন বিধায়ক তথা শীর্ষ নেতা লালজী বর্মা এবার সমাজবাদী পার্টির টিকিটে ভোটে লড়ছেন। এই জেলারই আকবরপুরে বিএসপি-র প্রাক্তন প্রদেশ সভাপচি রাম অচল রাজভরও এবার অখিলেশের দলের প্রতীকে ভোটে লড়ছেন।
সিদ্ধার্থনগর জেলার বাঁসি আসনে এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী জয় প্রতাপ সিংহর লড়াই। এই জেলার ইটওয়া আসনে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা সমাজবাদী পার্টির প্রার্থী মাতাপ্রসাদ পান্ডের সঙ্গে লড়াই রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা সতীশ চন্দ্র ত্রিবেদীর।