রঞ্জিৎ সাউ, কলকাতা: চলন্ত বাসে (Running Bus) তথ্যপ্রযুক্তি সংস্থার (IT Company) এক মহিলা কর্মীর শ্লীলতাহানির (Molestation) অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউটাউন থানার (New Town Police Station) পুলিশ। গতকাল রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটেছে নিউটাউনের বিশ্ববাংলা গেটের (Biswa Bangla Gate) সামনে। ওই তরুণী চিত্‍কার করে সাহায্য চাইলে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরা ছুটে এসে অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলেন।


পুলিশ সূত্রে খবর, ধৃত মহম্মদ তাজ বিহারের (Bihar) বাসিন্দা। তিনি নিউটাউনের বালিগুড়ি এলাকায় ভাড়া থাকেন। 


নিউটাউন থেকে ধৃত শ্লীলতাহানিতে অভিযুক্ত যুবক


পুলিশ জানিয়েছে, গতকাল রাত আটটা নাগাদ খবর আসে, নিউটাউনের বিশ্ববাংলা গেটে একটি বাসে এক তরুণীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সেই খবর পেয়ে পুলিশকর্মীরা দ্রুত সেখানে গিয়ে অভিযুক্ত যুবক ও অভিযোগকারী তরুণীকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের পর পুলিশকর্মীরা জানতে পারেন, সল্টলেকের সেক্টর ফাইভ থেকে কেবি ১৬ বাসে ওঠে অভিযুক্ত। সে ওই তরুণীর পাশে বসে পড়ে।অভিযোগ, ওই তরুণী যখন তন্দ্রায় ছিলেন, সেই সময় তাঁর শ্লীলতাহানি করে ধৃত যুবক। নিউটাউনের বিশ্ববাংলা গেটের কাছে বাসটি পৌঁছতেই চিৎকার করে পুলিশকর্মীদের ডাকেন ওই তরুণী। সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মী নিউটাউন থানায় খবর দেন। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করা হচ্ছে। আজই ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হবে।


নিউটাউনে অস্ত্র সহ গ্রেফতার ৪


অন্যদিকে, নিউটাউনে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র ও ভোজালি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতরা যাদবপুর, বাগদা, নিউটাউন ও রাজারহাটের বাসিন্দা। গতকাল গভীর রাতে নিউটাউনের লোহাপুলের কাছে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে, এই খবর আসে পুলিশের কাছে।  তারপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।


আরও পড়ুন New Town: মিশনের রাঁধুনীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার, মহারাজদের উপর চড়াও হলেন এলাকাবাসীরা