ঝিলম করঞ্জাই, কলকাতা: এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার (Dengue Situation)। পাল্লা দিয়ে মারছে মৃত্যু। শুধু দক্ষিণবঙ্গই নয়, ভয়ঙ্কর হারে ডেঙ্গি বাড়ছে উত্তরেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙেও মারাত্মক হরে বাড়ছে সংক্রমণ (Kolkata News)।


এক সপ্তাহেই আক্রান্ত সাড়ে ৫ হাজার


দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি। শীতের প্রাক্কালেও কিছুতেই থামছে না মৃত্যুমিছিল। রাজ্যে মোট আক্রান্ত প্রায় ৫০ হাজার মানুষ। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭০ পেরিয়ে গেছে। প্রতিদিনই তরতরিয়ে বাড়ছে সংক্রমণের গ্রাফ। 

কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকে হাওড়া, মারাত্মকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সব থেকে ভয়ানক পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। এক সপ্তাহে সেখানে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, ১ হাজার ১৬৬ জন। দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ। ৭ দিনে, নবাবের জেলায় আক্রান্ত, ৮৬৪ জন। 


ডেঙ্গি আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এক সপ্তাহে শহরে আক্রান্ত ৬৮১ জন। পৌরসভা এলাকায়, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে রাজ্যে প্রথম স্থানে কলকাতা। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ৬৮১ জন। শহরে মোট আক্রান্তের সংখ্যা, প্রায় সাড়ে ৫ হাজার ৪২৮ জন। 


আরও পড়ুন: Upper Primary Recruitment: অপেক্ষমান সকলেরই চাকরি, উচ্চ-প্রাথমিকের শারীর ও কর্মশিক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ


কলকাতার সব এলাকার মধ্যে ১২ নম্বর বরোয় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি, ১ হাজার ১২৮। এর পরই রয়েছে ১০ নম্বর বরো। সেখানে আক্রান্ত ৮৫৬। পনেরো নম্বর বরোয় গত কয়েক সপ্তাহ ধরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল শূন্য। এখন সেখানেও দুই দন আক্রান্ত হয়েছেন। 


কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ব্যারাকপুর ও হাওড়া পুরসভার পরিসংখ্যানও। ব্যারাকপুরে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪০৮ জন। হাওড়ায় ২৩১ জন আক্রান্ত ডেঙ্গিতে। ব্লকস্তরে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মুর্শিদাবাদে। লালগোলা ব্লকে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। 


এর পরই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনার রাজারহাট। সেখানে আক্রান্তের সংখ্যা ৬৬। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও জাল বিস্তার করছে ডেঙ্গি। জলপাইগুড়ির মাল ব্লকে একসপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪৭ জন। দার্জিলিং-এর মাটিগাড়া ব্লকে আক্রান্তের সংখ্যা ৪৩। 


রাজ্যে উৎসবের মরসুমের পর পরই শীত শীত ভাব অনুভূত হচ্ছে। তার পরেও ডেঙ্গির প্রকোপ না কমায় বাড়ছে উদ্বেগ। এ নিয়ে মতামত চাইলে, রাহুল জৈন বলেন, "যত দিন শীত সেভাবে পড়ে না, কমবে না।"


মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার, মৃত ৭০-এর বেশি


এই মুহূর্তে পজিটিভিটি রেটে শীর্ষে রয়েছে কলকাতা- ২৪.০৮%। দ্বিতীয়স্থানে জলপাইগুড়ি ২৪.০৫%। হুগলিতে পজিটিভিটি রেট ২০.৮%। পার্বত্য শহর কালিম্পংয়েও ভয়ঙ্কর ডেঙ্গির প্রকোপ। সেখানে পজিটিভিটি রেট ১৯.০৫%।