কলকাতা: কলকাতা (Kolkata Fire) ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আগুন লাগল আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগায়। এদিন ৩ তলা প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। প্রাণ বাঁচাতে ৩ তলা থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। 


প্রাণে বাঁচতে ঝাঁপ এক কর্মীর: পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেসের রেশ কাটতে না কাটতেই কলকাতা ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে এই ৩ তলা প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় একতলা থেকে ৩ তলায় - নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। ভেঙে যায় অ্যাসবেস্টাসের ছাদ। রবিবার, ছুটির দিনে বন্ধ ছিল কারখানা। বেশিরভাগ কর্মীর ছুটি থাকলেও, কারখানায় ছিলেন একজন কর্মী। চারদিক যখন ধোঁয়ায় ঢাকা, আগুন লেলিহান শিখা গ্রাস করেছে গোটা কারখানাকে, তখন প্রাণ বাঁচাতে তিনি ঝাঁপ দেন তিনতলার ছাদ থেকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি।


গত, ১১ জুন পার্কস্ট্রিটে ভস্মীভূত হয়ে যায় বন্ধ রেস্তোরাঁ। ১৪ জুন, আগুন লাগে অভিজাত অ্যাক্রোপলিস মলে। ২২ জুন গাস্টিন প্লেসে একটি বাড়িতে ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়ায়। ২ জুলাই ধাপার মাঠপুকুরে ইঞ্জিন অয়েলের কারখানায় আগুন লাগে। তার ৫ দিনের মাথায় এবার পশ্চিম চৌবাগা। আশে-পাশে একাধিক প্লাস্টিক কারখানা, অন্যদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যেও। পাশের বিল্ডিংয়েই দেখা যায় ডাঁই করে রাখা আছে প্লাস্টিকের সামগ্রী। শেষ পর্যন্ত দমকলের ৯টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল সূত্রে জানা যায়, ওই কারখানায় অগ্নি নির্বাপক কিছু ছিল না। পরে খতিয়ে দেখা হবে। ভিতরে ফোম, প্লাস্টিক জাতীয় জিনিস ছিল। তাই আগুন নেভাতে বেগ পেতে হয়। 


এদিকে বোলপুরের রজতপুরে একই পরিবারের ৩ জনকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার হলেন বাড়ির সেজ বউ। ধৃত স্মৃতি বিবি মৃত গৃহকর্তা আব্দুল হালিমের সেজ ভাইয়ের স্ত্রী। অভিযোগ, এক হাতুড়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্মৃতির। ভাসুর সেটা দেখে ফেলায়, তাঁকে স্ত্রী, পুত্র-সহ পুড়িয়ে মারার ছক কষেন স্মৃতি ও তাঁর প্রেমিক। পরিকল্পনা মতো ভাসুরের ঘরের জানলায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন যুগল, এমনই অভিযোগ রয়েছে। স্মৃতিকে জেরা করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে বোলপুর থানার পুলিশ। আরেক অভিযুক্ত পলাতক। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Uttarbanga Express: ফের প্রশ্নের মুখে সুরক্ষা, ট্রেনের মিডল বার্থের শিকল খুলে মাথা ফাটল যাত্রীর