কলকাতা: আনন্দপুরে মহিলার দেহ উদ্ধারের পর এবার মিলল তাঁর নাতির দেহ। ধৃত অভিযুক্তদের জেরা করে বাসন্তী হাইওয়ের ধারে খালে তল্লাশি চালিয়ে ৫ বছরের শিশুর দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, গাড়িতে জ্বালানি ভরা নিয়ে বচসার জেরে খুন, জেরায় স্বীকার করেছে মূল অভিযুক্ত।
এবার মিলল নাতির দেহ: আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনে তোলপাড় রাজ্য়। এরই মধ্য়ে কলকাতার আনন্দপুরে নৃশংসভাবে খুন হলেন এক মহিলা ও তাঁর নাতি। বুধবার আনন্দপুরের নোনাডাঙা এলাকায় ঝোপের ধারে উদ্ধার হয় রেহানা খাতুন নামে নারকেলডাঙার বাসিন্দা এক মহিলার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। বৃহস্পতিবার বাসন্তী হাইওয়ের ধারে চৌবাগা খাল থেকে উদ্ধার হল তাঁর ৫ বছরের নাতির দেহ। পুলিশ সূত্রে খবর, তপসিয়ার বাড়ি থেকে ভাড়া আদায় করে ফেরার পথে গাড়ির মধ্য়েই খুন করা হয় মহিলাকে। ঘটনায় মূল অভিযুক্ত ভিকি সাউ ও তার গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
কী কারণে খুন?
মহিলার দেহ উদ্ধারের পর বারবার এটাই প্রার্থনা করা হচ্ছিল, শিশুটি যাতে অক্ষত থাকে। কিন্তু শেষ অবধি উদ্ধার হল শিশুর নিথর দেহ। পুলিশ সূত্রে দাবি জেরায় ভিকি জানিয়েছে, গাড়িতে জ্বালানি ভরতে দেরি হওয়ায় তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় মহিলার। রাগের বশে মহিলাকে খুন করে সে। মহিলার নাতি তাকে চিনত, তাই শিশুকেও খুন করে।
অ্যাসিড হামলার অভিযোগ: অন্য়দিকে, হাওড়ার বেলুড়ে ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় অ্য়াসিড হামলার শিকার হলেন ঘুমন্ত তরুণী। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে মা ও বোনের সঙ্গে শুয়ে ছিলেন তরুণী। রাত ১টা নাগাদ তাঁর চিৎকারে সকলে জেগে ওঠেন। দেখেন যন্ত্রণায় ছটফট করছেন তরুণী। অ্য়াসিড হামলায় যুবতীর শরীরের প্রায় ৬৩ শতাংশ অংশ পুড়ে গেছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South 24 Parganas: সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা, একরত্তির উপর অত্যাচারের অভিযোগ মাসি-মেসোর বিরুদ্ধে