মুম্বই: আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের প্যারালিম্পিক্স। প্যারিসে অলিম্পিক্সের মঞ্চ থেকে মোট ৬টি পদক জিতেছিল ভারত। শ্যুটিংয়ে তিনটি, কুস্তিতে একটি, হকিতে একটি ও জ্যাভলিন থেকে নীরজ চোপড়া রুপো জিতেছিলেন। এবার প্যারিসেই প্যারালিম্পিক্সের আসরের দিকে নজর সবার। প্যারালিম্পিক্সের আসরে এখনও পর্যন্ত মোট ৩১টি পদক জিতেছে ভারত।
ভারতের প্যরালিম্পিয়ানরা এখনও পর্যন্ত মোট ৯টি সোনা, ১২টি রুপো ও ১০টি ব্রোঞ্জ জিতেছেন প্যারালিম্পিক্সের আসর থেকে। প্যারালিম্পিক্সের আসরে এই নিয়ে ১১ বার অংশ নিতে চলেছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। ১৯৬০ সালে প্রথমবার প্যারালিম্পিক্সের আসর বসে। টোকিও প্যারালিম্পিক্সের আসরে এখনও পর্যন্ত ভারতের প্যারা অ্যাথলিটরা সবচেয়ে ভাল পারফর্ম করেছেন। মোট ১৯টি পদক জিতেছিলেন তাঁরা। ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের প্যারা অ্য়াথলিটরা।
১৯৭২ প্য়ারালিম্পিক্সে পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার ইভেন্টে সোনা জিতেছিলেন মুরলিকান্ত পেটকার। ১৯৮৪ প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো এল ৬ ইভেন্টে ভীমরাও কেসরকর রুপো জেতেন। সেই ইভেন্টেই যোগিন্দার সিংহ বেদি ব্রোঞ্জ জেতেন। সেই টুর্নামেন্টে শটপুটে রুপো জেতেন যোগিন্দার সিংহ বেদি। তিনি আরো একটি ইভেন্টে পদক জেতেন। ২০০৪ সালে এথেন্স প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতেন দেবেন্দ্র ঝাঝারিয়া। রাজিন্দর সিংহ ব্রোঞ্জ জেতেন। ২০১৬, ২০২০ প্যারালিম্পিক্সে পদক জিতেছেন ভারতের প্যারা অ্যাথলিটরা।
আসন্ন প্যারালিম্পিক্সে ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বইবেন কারা জানেন? অলিম্পিক্সে ১১৭ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছিলেন। এবার প্যারালিম্পিক্সে মোট ৮৪ ভারতীয় অ্যাথলিট অংশ নিতে চলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বাহক হিসেবে দেখা যাবে সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদবকে।
প্যারিস প্যারালিম্পিক্সে অংশ নিতে চলা ভারতের পতাকাবাহক ভাগ্যশ্রী যাদব শট পুট F34 বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিযোগিতায় টিম ইন্ডিয়ার জন্য ধারাবাহিক পারফর্মার ছিলেন। টোকিও প্যারালিম্পিক গেমসে সপ্তম স্থানে থাকাকালীন তিনি ২০২২ এশিয়ান প্যারা গেমসে রুপো জিতেছিলেন। তিনি ফেজা বিশ্বকাপের পাশাপাশি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গেমসে পদক জিতেছেন।
এদিকে, পুরুষদের বিভাগে পতাকা বাহক সুমিত আন্তিল একজন জ্যাভলিন থ্রোয়ার। তিনি F64 বিভাগে বর্তমানে বিশ্ব রেকর্ডের মালিক। ৬৮.৫৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। ২০২৩ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ও ২০২২ এশিয়ান প্যারা গেমসেও সোনা জিতেছিলেন।
আরও পড়ুন: বাবা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য, ছেলে হ্যারি মাঠে নামলেন ইংল্যান্ডের হয়ে