কলকাতা: লিন্ডসে স্ট্রিটের আর্চিস গ্যালারিতে (Archies Gallery) আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে দোকানের ভিতরের অংশ। আতঙ্ক ছড়িয়েছে এলাকায় (Kolkata Fire)। দোকানের ভিতর থাকা শীতাতপ নিয়ন্ত্রিণ যন্ত্র থেকে আগুন ছড়ায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে (Kolkata News)। তবে ভিতরের জিনিসপত্র সব আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। 


ভরদুপুরে শহরে অগ্নিকাণ্ড


খাদ্য দফতরের ঠিক উল্টোদিকে লিন্ডসে স্ট্রিট। সেখানেই উপহার সামগ্রীর দোকান আর্চিস গ্যালারি অবস্থিত। মঙ্গলবার দুপুরে আচমকাই দোকানটি ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়া বেরোতে শুরু করে বাইরেও। তাতে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কাছেই দমকলের দফতর রয়েছে। তাই মুহূর্তের মধ্যে তিনিট ইঞ্জিন ছুটে আসেছ তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 


দমকল সূত্রে খবর, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গ্যালারিটি। তা থেকে ছুটে বেরিয়ে আসেন কর্মীরা। শীতাতপ নিয়ন্ত্রিণ যন্ত্র থেকেই ধোঁয়া বেরোতে শুরু করে। তাতে ঢেকে যায় গোটা দোকান। তাতাই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র শর্ট সার্কিট থেকেই আগুন ধরে বলে মনে করা হচ্ছে। 


আরও পড়ুন: Mamata Banerjee security breach : মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে পড়া ব্যক্তির জামায় 'লুকোনো লোহার রড' !


তবে এখনও ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী। কোথাও এখনও আগুনের ফুলকি দেখা যাচ্ছে কিনা, পকেট ফায়ার রয়েছে কিনা দেখা হচ্ছে। দোকানটি প্লাইউড, অর্থাৎ দাহ্য পদার্থ দিয়ে তৈরি। তাই কোথাও যাতে বিপদের সম্ভাবনা না থাকে, তা নিশ্চিত করা হচ্ছে। ওই এলাকাটি বেশ ঘিঞ্জি। সরকারি দফতরও রয়েছে। তাই বিশেষ নজর দেওয়া হচ্ছে। 


দমকলের তৎপরতায় রক্ষা


স্থানীয় সূত্রে খবর, দমকল তড়িঘড়ি ছুটে আসাতেই বিপদ এড়ানো গিয়েছে। তাঁদের দাবি, দোকানে প্রচুর প্লাস্টিক রয়েছে। ১৫ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। মিটার বক্স, বিদ্যুৎ সংযোগ, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এ দিন আগুন ধরার খবরে এলাকায় ভিড় জমে যায়। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। তবে বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে।