কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: চিকিৎসায় গাফিলতির অভিযোগ (Ransack Hospital)। হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিবারের। চলল তুমুল অশান্তি, ভাঙচুর। তার জেরে আতঙ্কে কার্যত সেঁধিয়ে গেলেন হাসপাতালের নার্স থেকে সাধারণ কর্মীরা। যদিও থানায় অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। স্বতঃপ্রণোদিত হয়ে ভাঙচুরকারীদের শনাক্ত করার কথা ভাবছে পুলিশ। 


চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে ভাঙচুর


পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman News) আসানসোলের (Asansol News) ঘটনা। সোমবার সকালে সেখানকার বুধা গ্রামের বাসিন্দা কাঞ্চন বাউরি অসুস্থ হয়ে পড়েন। তিনি প্যানক্রিয়াসের সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। পেশায় অ্যাম্বুল্যান্স চালক ওই ব্য়ক্তিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।


কিন্তু চিকিৎসা চলাকালীন সোমবার বিকেলে মৃত্যু হয় কাঞ্চনের। তাঁর মৃত্যুর খবর  জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন, প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনরা। একে একে সকলে হাসপাতালে এসে জড়ো হন সকলে। বিক্ষোভ দেখাতে শুরু করেন হাসপাতাল কর্তৃপক্ষের। 


আরও পড়ুন: Purba Medinipur News: উনুন ধরানো নিয়ে অশান্তি, ছেলের হাতে খুন বাবা, স্তম্ভিত তমলুক


মুহূর্তের মধ্যেই এই বিক্ষোভ ভাঙচুরের আকার ধারণ করে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মীরা। তাঁদের অভিযোগ, সঠিক চিকিৎসা হয়নি বলে দাবি করতে থাকেন রোগীর পরিবার এবং বিক্ষোভকারী সকলে। এর পর একজোট হয়ে ভাঙচুর চালাতে শুরু করেন তাঁরা। নার্সদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। হাসপাতালের বহির্বিভাগে থাকা সাইনবোর্ডেও ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। 


স্থানীয় সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতাল চত্বরে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বিক্ষোভকারীদের হটিয়ে তারাই পরিস্থিতি সামাল দেয়। কিন্তু এই ঘটনায় আতঙ্কে ভুগছেন হাসপাতালের কর্মীরা। তাঁদের দাবি, চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। প্যানক্রিয়াসের সমস্যা ছিল মৃত ব্যক্তির। পরিস্থিতির অবনতি হওয়াতেই মৃত্যু হয় তাঁর। 


কোনও তরফেই অভিযোগ দায়ের হয়নি


চিকিৎসায় গাফিলতি নিয়ে রোগীর পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়। হাসপাতাল কর্তৃপক্ষও ভাঙচুর নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি বলে খবর। সঠিক অভিযোগ পেলে তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, ভাঙচুরের ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।