সত্যজিত্‍ বৈদ্য ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: পাড়ার মহিলাদের কটূক্তির প্রতিবাদ করার প্রতিবাদীর (protestor) বাড়িতে রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠল পাড়ার যুবকদের বিরুদ্ধে। পোষা টিয়া পাখি ডেকে ওঠায় আগুন লেগেছে বুঝতে পারেন তিনি। কোনওরকমে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আসেন জ্বলন্ত ঘর থেকে। ঘটনায় ৫ অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করেছে পুলিশ। ঘটনা আনন্দপুর চৌবাগা এলাকার।


মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় বাড়িতে আগুন দেওয়া হল প্রতিবাদীর


কয়েকদিন আগের ঘটনা। পুলিশের সামনেই বেহালার চড়কতলায় সংঘর্ষে জড়িয়েছিল দুই গোষ্ঠী। লেক গার্ডেন্সে খোদ তৃণমূলের সাংসদের বাড়ির অদূরেও, সিন্ডিকেট নিয়ে গণ্ডগোলে জড়াতে দ্বিধাবোধ করেনি দু’পক্ষ। এবার এরকমই আরও এক বেপরোয়া মনোভাব দেখা গেল শহরের বুকে। 


দাউদাউ করে আগুন জ্বলছে বাড়িতে। আগুনে পুড়ে গেছে বাড়ির একাংশ। থানায় অভিযোগ দায়েরের পরও, বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হল প্রতিবাদীকে। কী এমন অপরাধ তাঁর? তিনি পাড়ার মহিলাদের কটূক্তির প্রতিবাদ করেছিলেন। এটাই তাঁর অপরাধ।


ঠিক কী ঘটে?


বৃহস্পতিবারের ঘটনা। এদিন এই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে আনন্দপুর থানার চৌবাগা এলাকায়। স্থানীয় সূত্রে দাবি, বৃহস্পতিবার দুপুরে এলাকার দুই বাসিন্দার মধ্যে অশান্তি হয়। সেই সময় জড়ো হন প্রতিবেশীরা। অভিযোগ, আচমকাই বিল্লু ও স্বপনের পরিবার প্রতিবেশী মহিলাদের কটূক্তি করতে শুরু করে। তার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা সুজয় মণ্ডল। অভিযোগ, তখন সুজয়কে গালিগালাজ করে মারধর করা হয়। শুধু তাই নয়, মারধর করা হয় পাড়ার এক মহিলাকেও। 


এরপর সুজয় মণ্ডল আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন। সুজয়ের দাবি, এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পোষা টিয়া পাখি আগুনের আঁচ পেয়ে ডাকতে শুরু করে। বিপদ বুঝতে পেরে তড়িঘড়ি স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন সুজয়। 


আরও পড়ুন: Howrah News: বৈদ্যুতিক টাওয়ারের উপর মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, চাঞ্চল্য ডোমজুড়ে
 
‘আক্রান্ত’ প্রতিবাদী সুজয় মণ্ডলের স্ত্রী বলেন, 'পোষা টিয়া পাখি ডেকে ওঠায় ঘুম ভেঙে যায়।' স্থানীয় বাসিন্দাদেরও দাবি, সুজয় প্রতিবাদ করাতেই তাঁকে আক্রোশের শিকার হতে হয়েছে। এক স্থানীয় বাসিন্দার কথায়, 'আমাদের কটূক্তি করা হয়। সুজয়বাবু তার প্রতিবাদ করাতেই ওঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছে।'


পুলিশ অভিযুক্ত দুই পরিবারের ৫ জনকে গ্রেফতার করেছে।