আশাবুল হোসেন, কলকাতা : ফের একবার মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। আগামী ৩০ এপ্রিল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিদের (Chief Justices of High Courts) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, বিচারকের অভাবে বহু মামলার নিষ্পত্তি হচ্ছে না, সেই জন্যই কীভাবে পড়ে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হয়, তার পথ খুঁজতে বৈঠক হতে চলেছে।
ফের একমঞ্চে মোদি-মমতা
প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল নয়াদিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন প্রধানমন্ত্রীর ডাকা বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর হাজির থাকার কথা। এই মুহূর্তে দেশের বিভিন্ন আদালতে জমে রয়েছে একাধিক মামলা। বিচারকের অভাবে একাধিক মামলার নিষ্পতি করা যাচ্ছে না বলেই খবর। কিছুদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম ভি রমণা যে বিষয়টি নিয়ে মুখও খুলেছিলেন। কোন পথে এগোলে দেশের বিভিন্ন আদালতে পড়ে থাকা নিষ্পতি না হওয়া মামলাগুলির নিষ্পতি হতে পারে সেই রাস্তা খুঁজতেই এই বৈঠক বলেই খবর।
বিশ্ব বঙ্গ সম্মেলনে গড়হাজির প্রধানমন্ত্রী
গত নভেম্বর মাসে রাজধানীতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মাঝে বঙ্গের হাসপাতাল উদ্বোধনের মঞ্চে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন দু'জনে। যেখানে রাজ্য-কেন্দ্রে তরজাও গড়িয়েছিল অনেকদূর। যদিও আগেরবার দিল্লি সফরে গিয়ে রাজ্যের একাধিক দাবি-দাওয়া রাখার সময়ে রাজ্যের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে (Bengal Global Business Summit) আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সময় প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও জানিয়েছিলেন তিনি। তবে সদ্য সমাপ্ত বিশ্ব বঙ্গ সম্মেলনে যোগ দেবেন কি না, সেই ধোঁয়াশা বজায় রেখে শেষপর্যন্ত গড়হাজিরই থেকেছিলেন মোদি।
আরও পড়ুন- জাহাঙ্গিরপুরীতে তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা, অভিযোগের তির দিল্লি পুলিশের দিকে