সঞ্চয়ন মিত্র, কলকাতা : সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি, স্থায়ী বেতন (Fixed Salary), ভাতা বৃদ্ধি-সহ ১২ দফা দাবিতে আশা কর্মীদের (Asha Workers) স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম। সল্টলেকে স্বাস্থ্য ভবনের (Saltlake Swastha Bhavan) সামনে পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় আশা কর্মীদের। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন এক আশা কর্মী। 


পুলিশের সঙ্গে ধস্তাধস্তি


আগুন জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। স্বাস্থ্য ভবনের সামনে বসে পড়লেন আশা কর্মীরা। নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে রাজপথে চলছে আন্দোলন। মঙ্গলবার, সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি-সহ ১২ দফা দাবিতে পথে নামলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকে এদিন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল।


কী দাবি তাদের


আশাকর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিয়ে স্থায়ী বেতন চালু। ভাতা বৃদ্ধি। বকেয়া সমস্ত প্রাপ্য মেটানো। করোনার ভাতা ১৫ হাজার টাকা। করোনা আক্রান্তদের বিমার ঘোষিত ১ লক্ষ টাকা দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবিতে এদিন সকালে, প্রথমে সল্টলেক স্বাস্থ্যভবনের সামনে জমায়েত করেন স্বাস্থ্যকর্মীরা। আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আশাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। 


ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন এক আশা কর্মী। শেষমেশ ১২ জনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্যভবনে গিয়ে ডেপুটেশন দেন। শেষপর্যন্ত তাঁদের দাবি পূরণ হয় নাকি ফের নতুন করে আন্দোলনের ঝাঁঝ বাড়ান আশাকর্মীরা, সেটাই এখন দেখার।


আরও পড়ুন- রাসায়নিকের ঝাঁঝাল গন্ধে অসুস্থ ১৪, আতঙ্ক ডালহৌসিতে


এদিকে, মঙ্গলবার ১২ দিনে পড়ল, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান।এদিন, বকেয়া DA এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে সরকারি কর্মীদের সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে সহমর্মিতা জানিয়ে আসেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। পাশাপাশি, আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, এবার থেকে প্রতিদিন তাঁদের কয়েকজন প্রতিনিধি সংগ্রামী যৌথ মঞ্চেের সঙ্গে আন্দোলনে সামিল হবেন। 


১৩ ফেব্রুয়ারি জরুরি পরিষেবা বজায় রেখে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ। বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মী সংগঠনগুলির টানাপোড়েন চলছে বহু দিন ধরে। হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। নিয়োগের দাবি ঘিরেও তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে, যৌথভাবে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছেন তাঁরা।