আবির দত্ত ও ঝিলম করঞ্জাই, কলকাতা : ঝাঁঝাল গন্ধে অসুস্থ হয়ে পড়লেন ডালহৌসি এলাকার (Dalhousi Area) এক অফিসের ১৪ জন মহিলা কর্মী। মঙ্গলবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৩ জনকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College Hospital)। পেস্ট কন্ট্রোলের তীব্র গন্ধে বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ (Hare Street Police Station)।


অফিস ঢুকতেই তীব্র, কটূ গন্ধ


আর পাঁচটা দিনের মতোই অফিসে এসেছিলেন। কিন্তু ভিতরে ঢুকতেই তীব্র, কটূ গন্ধ। অভিযোগ, সেই গন্ধে অসুস্থ হয়ে কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়েন। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ডালহৌসি এলাকার একটি অফিসে আতঙ্ক ছড়ায়। ১৯ নম্বর R N মুখার্জি রোডের চারতলায় স্কাইলাইট ম্যানেজমেন্ট সার্ভিসের অফিস। স্থানীয় সূত্রে খবর, সকাল ১১টা নাগাদ অফিসে ছিলেন জনা পঞ্চাশ কর্মী। এদের মধ্যে ১৪ জন মহিলা কর্মী অফিসে ঢুকেই অসুস্থ বোধ করেন (Several Felt Ill)। 


কীভাবে বিপত্তি ?


স্থানীয়দের দাবি, সোমবার ওই অফিসে কীটনাশক স্প্রে করা হয়। মঙ্গলবার এসি চালাতেই সেই গন্ধ ছড়িয়ে পড়ে। ১৪ জন মহিলা কর্মীকেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর, বাকিদের ছেড়ে দেওয়া হলেও, ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জন গুরুতর অসুস্থ। 


ঝাঁঝাল গন্ধ এতটাই তীব্র ছিল যে আতঙ্ক আশপাশের অফিসের লোকজনও বেরিয়ে আসেন। তারা গোটা ঘটনা প্রসঙ্গে জানান, সকাল থেকেই গন্ধ পাওয়া যাচ্ছিল, কিন্তু তখনও সেভাবে কারোর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়নি। পরে জানতে পারি একাধিকজন অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। পাশের অফিসের লোকজনও গোটা ঘটনায় যে রীতিমতো আতঙ্কিত, সেটা প্রকাশ করতে দ্বিধা করেননি।


কী জানাচ্ছে পুলিশ ?


পেস্ট কন্ট্রোলের তীব্র গন্ধেই বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। অসুস্থদের হাসপাতালে ভর্তি করার পাশাপাশি তাঁদের বাড়ির লোকজনকে খবর দেওয়ার কাজ করেছে পুলিশ। সঙ্গে সবদিক খতিয়ে দেখা হচ্ছে, ঠিক কীভাবে এই ঘটনা ঘটল। কারণ, এই ঘটনা থেকে বড়সড় ঘটনা ঘটে যেতেই পারত। 



আরও পড়ুন- আজই মিলছে ছাড়পত্র, কবে চালু নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রো ?