কলকাতা : হরিদেবপুরে (Haridevpur) অটোর সঙ্গে সরকারি বাসের মুখোমুখি ধাক্কায় মৃত্যু (Death) হল অটো চালকের। আজ সকালে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, কবরডাঙা থেকে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিল অটোটি। বাসটি আসছিল উল্টোদিক থেকে। অটো ও সরকারি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। মৃত্যু হয় অটো চালক জগদীশ মণ্ডলের।


অটোর ৩ যাত্রীর মধ্যে ২ জনকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজন বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি। বাসের চালককে আটক করেছে পুলিশ।


আরও পড়ুন ; মত্ত চালকের হাতে স্টিয়ারিং, গাড়ি, বাইক গুঁড়িয়ে ফুটপাতে লরি, মধ্যরাতে দুর্ঘটনা বালি খালের কাছে


এর আগে, বৃহস্পতিবার শহর কলকাতায় দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য রক্ষা পান অভিনেত্রী অনন্যা গুহ। তাঁর গাড়ির উপর ভেঙে পড়ে একটি গাছ। শ্যুটিংয়ে যাওয়ার সময় বিপত্তি ঘটে। পরে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার করা হয় অভিনেত্রীকে। 


শহরে দুর্ঘটনার কবলে অভিনেত্রী-


ভবানীপুরে দুর্ঘটনার (Accident) কবলে পড়েন অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। চলন্ত গাড়িতে পড়ে যায় গাছ। টালিগঞ্জে শ্যুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয় অভিনেত্রীকে। অনন্যা গুহর বাবার কথায়, হঠাৎই গাছ ভেঙে পড়ে তাঁদের গাড়ির ওপর। ব্রেক কষতে পারায় অল্পের ওপর দিয়ে বাঁচেন। তবে তাঁর দাবি ছিল, আর একটু হলে গাছ যদি গাড়ির মাঝে পড়ত তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।


হাওড়ায় বালি খালের কাছে দুর্ঘটনা...


এদিকে হাওড়ায় বালি খালের কাছে লরি দুর্ঘটনা ঘটেছে গতরাতে। বেপরোয়া লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় একটি গাড়ি ও ২টি বাইক। গতকাল রাতে সোওয়া ১২টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। উত্তরপাড়ার দিক থেকে লরিটি বালির দিকে আসছিল। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি গাড়ি ও বাইকে ধাক্কা মেরে উঠে যায় ফুটপাথে। 


অভিযোগ, লরি চালক মত্ত অবস্থায় ছিলেন। ক্ষতিপূরণের দাবিতে লরি চালককে বেশ কিছুক্ষণ আটকে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লরি চালককে আটক করে।