সৌমিত্র রায়, হাওড়া: মধ্যরাতে বালি খালের (Bally Canal) কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা। তীব্র গতিতে ছুটে আসা লরি উঠে পড়ল ফুটপাতে। তার ধাক্কায় কার্যত গুঁড়িয়ে গেল একটি গাড়ি এবং দু'টি মোটর সাইকেল। হতাহতের কোনও খবর না থাকলেও, এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ গিয়ে লরির চালককে গ্রেফতার করে (Howrah News)।
মধ্যরাতে বালি খালের কাছে দুর্ঘটনা
বৃহস্পতিবার রাত সওয়া ১২ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে (Road Accident)। উত্তরপাড়ার দিক থেকে বালি অভিমুখে ছুটে আসছিল লরিটি। সেই সময় বালি খালের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত গতিতে ছুটে আসছিল লরিটি। প্রথমে একটি গাড়িকে ধাক্কা মার। তার পর কার্যত গুঁড়িয়ে দেয় একটি মোটর সাইকেলকে। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে সরিটি।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লরির চালক মত্ত অবস্থায় ছিলেন। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে অভিযোগ তাঁদের। দুর্ঘটনার পর ওই লরিটিকে ঘিরে ফেলেন স্থানীয়রা। আটকে রাখেন লরির চালকদের। ক্ষতিপূরণের দাবি উঠতে থাকে তাঁকে ঘিরে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই চালককে গ্রেফতার করেছে তারা।
আরও পড়ুন: Actress Death: বিদিশার বন্ধু, আরও এক অভিনেত্রীর দেহ উদ্ধার পাটুলি থেকে
এর আগে, বৃহস্পতিবার শহর কলকাতায় দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য রক্ষা পান অভিনেত্রী অনন্যা গুহ। তাঁর গাড়ির উপর ভেঙে পড়ে একটি গাছ। শ্যুটিংয়ে যাওয়ার সময় বিপত্তি ঘটে। পরে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার করা হয় অভিনেত্রীকে।
শহরে দুর্ঘটনার কবলে অভিনেত্রী
ভবানীপুরে (Bhawanipur) দুর্ঘটনার (Accident) কবলে অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। চলন্ত গাড়িতে পড়ে যায় গাছ। টালিগঞ্জে শ্যুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা। গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয়েছে অভিনেত্রীকে।
অনন্যা গুহর বাবার কথায়, হঠাৎই গাছ ভেঙে পড়ে তাঁদের গাড়ির ওপর। ব্রেক কষতে পারায় অল্পের ওপর দিয়ে বাঁচেন। তবে তাঁর দাবি আর একটু হলে গাছ যদি গাড়ির মাঝে পড়ত তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।