আবির দত্ত, কলকাতা: রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা, বাঘাযতীনে (Baghajatin news) চিকিৎসকের স্ত্রীর শ্লীলতাহানি (Woman Molested) ও অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ওই রাতেই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই অভিযুক্ত লক্ষ্মীকান্ত ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ (Crime News)। 


এ বার বাঘাযতীনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ


গত ২২ অক্টোবর পাটুলিতে এক প্রতিবাদী আক্রান্ত হন। এর পর ২৫ অক্টোবর দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন এক দম্পতি। এর পর বাঘাযতীনে মহিলার শ্লীলতাহানির ঘটনা ৩ নভেম্বরে। প্রথম দুই ঘটনার ক্ষেত্রে, মদ্যপানের আসর বসানোর প্রতিবাদ করায় প্রতিবাদীদের ওপর হামলার অভিযোগ। এ বার বাঘাযতীনে গাড়ি রাখা নিয়ে বচসার জেরে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। 


গত দুই সপ্তাহে এই নিয়ে তিন-তিনটি ঘটনা সামনে এল। তাতে কলকাতা শহরের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই অভিযুক্ত লক্ষ্মীকান্ত ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। 


 বাঘাযতীনে অভিযোগকারিণীর একটি দোকান রয়েছে।  তাঁর অভিযোগ,  বৃহস্পতিবার রাতে রাস্তায় রাখা গাড়ি সরাতে বলে এক ব্যক্তি এসে গালিগালাজ শুরু করেন।  বচসার সময় অভিযুক্ত তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।


আরও পড়ুন: Basanti News: 'চলো গ্রামে যাই' কর্মসূচি ঘিরে বিক্ষোভ, বিধায়কের বিরুদ্ধে বিভাজনের অভিযোগ কর্মীদেরই


অভিযোগকারিণী বলেন, "গাড়ি সরাতে বলে আমাকে গালিগালাজ শুরু করেন ওই ব্যক্তি। শ্লীলতাহানিও করা হয়।" অভিযোগকারিণীর দাবি, তিনি ভয় পেয়ে তাঁর গাড়িতে উঠে পড়েন।  সেই সময় অভিযুক্ত ম্যাটাডোর নিয়ে তাঁর গাড়িকে বারবার ধাক্কা দিতে থাকেন। 


এর পর, কোনও রকমে গাড়ি চালিয়ে তিনি হাজির হন পাটুলি থানায়। মহিলার অভিযোগ, পাটুলি থানায় গেলে তাঁকে বলা হয়, যে জায়গায় ঘটনা ঘটেছে, সেটি নেতাজিনগর থানার আওতায় পড়ে। তাঁকে সেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। 


মহিলার অভিযোগ, নেতাজিনগর থানায় গেলে রাত ১টা নাগাদ তাঁকে বলা হয়, অভিযোগপত্রের ফোটোকপি করে আনতে। শেষ পর্যন্ত তাঁর অভিযোগ নেওয়া হয়। মহিলার দাবি, নেতাজিনগর থানা জানিয়েছে, অভিযুক্তকে নোটিস পাঠানো হবে। তিনি না এলে গ্রেফতারি নিয়ে ভাবা হবে।  


মহিলার স্বামী চিকিৎসক, থাকেন ফ্রান্সে


ওই মহিলার চিকিত্‍সক স্বামী রয়েছেন ফ্রান্সে। ঘটনার পর থেকেই আতঙ্ক রয়েছেন অভিযোগকারিণী।এবিপি আনন্দের খবরের জেরে এ দিন অভিযুক্ত লক্ষ্মীকান্তকে গ্রেফতার করেছে পুলিশ। 


এর আগে, ২২ অক্টোবর পাটুলিতে বাড়ির সামনে মদের আসর বসানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে তাঁর প্রতিবেশীর
পাটুলিতেই বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় দম্পতির ওপর হামলার অভিযোগ ওঠে। এ বার ঘটনাস্থল বাঘাযতীন।