জয়ন্ত পাল, কলকাতা : সাত সকালে বাগুইআটির উড়ালপুলে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সাঙ্ঘাতিক ঘটনার সাক্ষী রইলেন প্রত্যক্ষদর্শীরা। হাইটবারে সজোরে ধাক্কা মারে একটি বাস। তাতে ভয়ঙ্কর ভারী লোহার ওই হাইটবার ভেঙে ছিটকে পড়ে একটি অ্যাপ ক্যাবের উপর। ভয়ঙ্কর পরিণতি ঘটে যেতে পারত, কপাল জোরে রক্ষা পেলেন চালক।
কীভাবে ঘটে এই ঘটনা ?
স্থানীয় সূত্রে খবর, বাসটি ছিল সেনার। রঘুনাথপুর থেকে বাগুইআটি উড়ালপুলে কলকাতামুখী লেনে ওঠার সময় হাইটবারে ধাক্কা মেরে আটকে যায় বাসটি। এর জেরে হাইটবার ভেঙে পড়ে উল্টো দিকের অ্য়াপ ক্য়াবের উপর। কোনওক্রমে রক্ষা পান অ্য়াপ ক্য়াবের চালক। বাগুইআটি ট্রাফিক গার্ডের পুলিশ এসে সেনা গাড়িটিকে সরায়। স্থানীয় সূত্রে দাবি, বিরাট বড় দুর্ঘটনা হতে পারত। বরাতজোরেই রক্ষা পেয়েছেন অ্যাপ ক্যাবের ড্রাইভার।
ভিআইপি রোডের উপর বাগুইআটি অঞ্চলে আগেও বহু বার দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের কড়া নির্দেশিকার পাশাপাশি, যেখানে রয়েছে পুলিশের কড়া নজরদারি, সেখানে বার বার কেন ঘটছে এমন ঘটনা? তাহলি কি সেনা বাস বেপরোয়া গতিতে চলছিল ? প্রশ্ন উঠছে।
সেনা ট্রাকের ট্রাফিক আইন ভঙ্গ আগেও
ট্রাফিক আইন ভঙ্গ করেছে। ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার (সিপি) ট্রাকটিকে আটকায় ট্রাফিক পুলিশ। পরে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকেরা। পৌঁছোন সেনার ইস্টার্ন কমান্ডের দফতর ফোর্ট উইলিয়ামের (বিজয় দুর্গ) কর্তারাও। ট্রাকটিকে ডেকার্স লেনে নিয়ে যাওয়া হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় বেশ কিছু ক্ষণ কথা বলার পরে দুপুর ১টা নাগাদ সেখান থেকে বেরোন সেনার আধিকারিকেরা। কলকাতা পুলিশের তরফে সিসি ক্যামেরার একটি ফুটেজ প্রকাশ করা হয়।
তুফানগঞ্জে ডাম্পার সহ ভেঙে পড়ল সেতু
অন্যদিকে কোচবিহারের তুফানগঞ্জে ডাম্পার সহ ভেঙে পড়ল সেতু। শনিবার ভোরে তুফান গঞ্জ ২ নম্বর ব্লকের আমবাড়ি - খেরবাড়ি সংযোগকারী মরা রায়ডাক নদীর উপর শিল্পী টগর অধিকারী সেতু ভেঙে বিপত্তি ঘটে। স্থানীয়দের দাবি, সেতুটি ২৫ বছরের পুরনো। জরাজীর্ণ অবস্থায় ছিল। শনিবার ভোরে একটি ডাম্পার যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। যদিও দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই খবর।