কলকাতা: 'মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশে অতনুর বাড়ি এসেছি। এর পর অভিষেকের বাড়িও যাব'। বাগুইআটির (Baguiati) মৃত ছাত্র অতনু দে-র বাড়ি এসে এমনটাই জানালেন সুজিত বসু (Suhjit Bose)। এদিন সন্ধেবেলা অতনুর বাড়ি আসেন সুজিত বসু (Suhjit Bose), সঙ্গে ছিলেন অদিতি মুন্সিও (Aditi Munsi)। এ দিন পরিবারের সদস্যদের কথা কথা বলেন তিনি। অতনুর বাড়ি থেকে বেরিয়ে সুজিত বসু বলেন, 'মুখ্যমন্ত্রী বলেছেন, যাও গিয়ে কথা বলো।  মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখছেন। পরিবারকে বলে গেলাম আমরা আছি, যাঁরা খুন করেছি দ্রুত অ্যারেস্ট হবে। সর্বোচ্চ শাস্তি পাবে। এখন অভিষেকের বাড়ি যাব। আমার বাড়ি এসেছিলেন মৃত ছাত্রের বাবা। দেখা করেছিলেন, আমি সঙ্গে সঙ্গে সিপি সাহেবকে বলেছিলাম বিষয়টা দেখতে। এটা দুঃখজনক ঘটনা। খারাপ ঘটনা'। 


এই একই দিনে আসেন সিপিও (CP)। বাগুইআটির নিহত মাধ্যমিক পড়ুয়া অতনু দে’র বাড়িতে গেলেন বিধাননগরের পুলিশ কমিশনার
(Bidhannagar police commissionerate )। বাড়ি যাওয়ার পথে বাগুইআটিতে বাধার মুখে পড়ে পুলিশ। নিহত অতনু দে’র বাড়ি যেতে গিয়ে বাধার মুখে পুলিশ। একাধিকবার চেষ্টার পর নিহত অতনু দে’র বাড়িতে ঢুকতে পারে পুলিশ। 


পুলিশের ভূমিকাতেই প্রশ্ন: অপহরণের পর ২ ছাত্রকে নৃশংসভাবে খুন, পুলিশের ভূমিকাতেই প্রশ্ন উঠেছে। ২ সপ্তাহ মর্গে পড়ে ২ ছাত্রের দেহ, গাফিলতি ছিল বসিরহাট পুলিশেরও! বাগুইআটি থানার সঙ্গে এবার প্রশ্নের মুখে বসিরহাট পুলিশ জেলা। হাড়োয়ায় ইট বাঁধা অবস্থায় অভিষেকের দেহ উদ্ধার, তাও কেন খুন বলে সন্দেহ হয়নি পুলিশের?  জলাধারে ইট বাঁধা অবস্থায় অভিষেকের পচাগলা দেহ, কেন করা হয়নি ময়নাতদন্ত? জোড়া মৃতদেহ উদ্ধারের বার্তা পেয়েও কেন নিষ্ক্রিয় ছিল বাগুইআটি থানার পুলিশ? এমনই একাধিক প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়। এ দিকে ইতিমধ্যেই, গাফিলতির অভিযোগে সাসপেন্ড বাগুইআটি থানার আইসি।


সাসপেন্ড IC: ইতিমধ্যেই বাগুইআটির ২ ছাত্রের খুনের ঘটনায় বাগুইআটি থানার (Baguiat Police Station) IC-কে সাসপেন্ড করা হয়েছে। সেইসঙ্গে জোড়া খুনের তদন্তভার তুলে দেওয়া হল সিআইডি-র হাতে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, রাজ্য পুলিশের ডিজি-কে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ জানান, তদন্তের ক্ষেত্রে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানান, পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব নিয়েও তদন্ত করবে সিআইডি। 


আরও পড়ুন: Coal Scam Case: কলকাতায় মন্ত্রীদের আবাসনেও সিবিআই, ভিতরে রয়েছেন মন্ত্রী মলয়, কড়া নিরাপত্তা বাইরে