ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বিপদ যে কখন কোথায় কীভাবে ঘনিয়ে আসে তা কেই বা বলতে পারে। এই ধরুন, আপনি ই-কমার্স সংস্থার অ্যাপে (E-Commerce App) গিয়ে কিছু সার্চ করলেন। কিছুক্ষণের মধ্যেই দেখলেন আপনার কাঙ্খিত জিনিসটি আপনার সোশ্যাল মিডিয়ার (Social Media) পেজে বিজ্ঞাপন সহ হাজির। সেই সঙ্গে লোভনীয় ছাড়ের (Discount) অফার। এরকম তো অহরহ হয়। কিন্তু তার মধ্যেও যে সাইবার প্রতারণার কত বড় ফাঁদ থাকতে পারে, তা সামনে এল বেলঘরিয়ার (Belgharia) এক বাসিন্দার অভিযোগে।


নেটের ফাঁদ পাতা ভুবনে কি সব কিছুর ওপরেই নজর রাখছে সাইবার জালিয়াতরা? ই-কমার্স সংস্থা হোক অথবা সোশ্যাল মিডিয়া। সর্বত্রই কি সাইবার প্রতারকদের অবাধ বিচরণ? এই প্রশ্নই আরও জোরাল হয়ে উঠেছে উত্তর ২৪ পরগণার বেলঘরিয়ার এই বাসিন্দার অভিযোগের প্রেক্ষিতে।


সৌরভ ঘোষ পেশায় বেসরকারি সংস্থার কর্মী। তিনি যা অভিযোগ করছেন, তা মারাত্মক! সৌরভের বক্তব্য, পোশাক ও জুতো কেনার জন্য গত কয়েকদিন আগে একটি ই-কমার্স সংস্থার অ্যাপে গিয়ে প্রোডাক্ট সার্চ করেছিলেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় ওই একই ধরনের জিনিসের বিজ্ঞাপন আসতে থাকে তাঁর পেজে। তার একটিতে ছিল পছন্দের জিনিসের ওপর ৬৭ শতাংশ ছাড়ের লোভনীয় অফার! সঙ্গে সঙ্গে ওই বিজ্ঞাপনে ক্লিক করেন সৌরভ। সৌরভের দাবি, সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়, প্রোডাক্টটি পেতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। বাকি টাকা দিতে হবে ডেলিভারির পরে। সেইমতো নিজের কিছু তথ্য দিয়ে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করেন তিনি। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই সৌরভের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন দফায় ৮ হাজার, ৯ হাজার ও ১১ হাজার টাকা কেটে নেওয়া হয়। অর্থাৎ মোট ২৮ হাজার টাকা! 


আরও পড়ুন: Hooghly News: উঠে আসছে কিলো কিলো গলদা চিংড়ি, ধরতে হুড়োহুড়ি শেওড়াফুলি ঘাটে


প্রতারিত হয়েছেন বুঝে, এরপর পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছেন সৌরভ। ই কমার্সের সাইটে পছন্দের জিনিসে মোটা ছাড়ের অফার দেখলেই কিনতে ইচ্ছা করে সবার।  কিন্তু না জেনে বা বুঝে অচেনা কোনও সাইটে লোভনীয় ছাড় দেখলেই ক্লিক করবেন না। সতর্ক থাকুন সবাই।