রুমা পাল, কলকাতা: ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নামছে ব্যাঙ্ক অফিসারদের সংগঠন। বুধবারই সাংবাদিক বৈঠক করা হয়েছিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে ( All India Bank Officers' Confederation)। বুধবারই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে আজ, বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় জাঠা করা হবে সংগঠনের তরফে। 


'২১-এর বাজেট:
২০২১-এ সংসদে বাজেট পেশের সময় একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই রাস্তায় নেমেছে বিভিন্ন ব্যাঙ্ক কর্মী ও অফিসার সংগঠন (AIBOC)। তারই এক অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে  অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের এই আন্দোলন।


কবে কবে বিক্ষোভ: 
বুধবার এক সাংবাদিক বৈঠকে AIBOC-র পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তরফে জানানো হয়, ১৪, ১৫ ও ১৬ জুলাই রাজ্যের জেলায় জেলায় হবে প্রতিবাদ। 


অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন, 'জেলায় জেলায় মিছিল নিয়ে যাওয়া হবে। প্রচুর লোকজন আসবেন।'


এর আগে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ হয়েছে। যা নিয়ে এদিন কেন্দ্রে তীব্র সমালোচন করা হয় সংগঠনের তরফে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের অভিযোগ, একদিকে ব্যাংক মার্জ করা হচ্ছে, অন্যদিকে, ছাড় দেওয়া হচ্ছে ঋণ খেলাপিদের। এর জেরে ব্যাঙ্কিং ব্যবস্থা যেন দুর্বল হচ্ছে। তেমনই সাধারণ দরিদ্র নাগরিকরা তাঁদের সুনিশ্চিত সঞ্চয় হারাচ্ছেন বলে অভিযোগ তাঁদের। ব্যাঙ্ক বেসরকারিকরণ হয়ে গেলে ধীরে ধীরে সাধারণ মানুষের আয়ত্ত্বের বাইরে চলে যাবে ব্যাঙ্কির পরিষেবা, এমনটাই অভিযোগ তাঁদের। সৌম্য দত্ত বলেন, 'একদম শেষের দিকে। সংসদ অভিযান হবে। সরকার পাল্টে দেব।'
কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর পাশাপাশি, AIBOC-র হুঁশিয়ারি, কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার আন্দোলন চলবে।


আরও পড়ুন: রাত ৩টে থেকে অপেক্ষা, ইতিহাসের সাক্ষী হতে উপচে পড়ছে ভিড়, শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু হল পরিষেবা