কলকাতা: রাতের শহরে তিন সরকারি হাসপাতাল ঘুরে ভর্তি করতে পেরেছিলেন ছেলেকে। কিন্তু হাসপাতালে শুধু শয্যাই মিলেছে, বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত চিকিৎসাই শুরু হয়নি (Critically Ill Child) )। অভিযোগ বসিরহাট থেকে কুকুরে কামড়ানো ছেলেকে চিকিৎসা করাতে নিয়ে আসা ব্যক্তির। তাঁর দাবি, অনেক চেষ্টা-চরিত্রের পর গভীর রাতে এসএসকেম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করতে পেরেছিলেন ছেলেকে। কিন্তু তার পর নয় নয় করে ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও, শিশুটি চিকিৎসাহীন অবস্থাতেই পড়ে রয়েছে, কেউ ফিরেও দেখছেন না বলে অভিযোগ পরিবারের।
অসুস্থ ওই শিশুটির বয়স মাত্র সাড়ে তিন বছর। বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাটে। শুক্রবার বিকেল ৫টা নাগাদ তাকে শিশুটিকে কুকুরে কামড়ায়। ওই শিশুটির মাথায় কামড় বসায় কুকুরটি (Dog Bite)। এত জোরে কামড় বসায় যে, মাথার একাংশ খুবলে তুলে নেয়। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে বসিরহাটের স্থানীয় হাসপাতালে ছুটে যান পরিবারের লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে কলকাতার এসএসকেম হাসপাতালে রেফার করা হয়।
সেই মতো শিশুটিকে নিয়ে কলকাতার (Kolkata News) উদ্দেশে বেরিয়ে পড়েন পরিবারের লোকজন। কিন্তু কলকাতায় এসে পৌঁছলেও এসএসকেএম হাসপাতালে শয্যা পাওয়া যায়নি। এর পর নীলরতন হাসপাতালে ছোটেন শিশুটির মা-বাবা। কিন্তু সেখানেও সন্তানকে ভর্তি করতে পারেননি তাঁরা। তাতে হন্যে হয়ে ঘুরতে থাকেন তাঁরা।
কিন্তচু যত সময় এগোতে থাকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাতে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারেই ফের শিশুটিকে নিয়ে পৌঁছন পরিবারের লোকজন। গভীর রাত পর্যন্ত সেখানে কোনও রকমে শিশুটিকে ভর্তি করার জন্য অনুনয় বিনয় করতে থাকেন তাঁরা। শেষমেশ ভোররাতে শিশুটির জন্য শয্যা পাওয়া যায়। তার পর তাকে ভর্তি করা সম্ভব হয়।
ভর্তি যখন করা গিয়েছে, চিকিৎসায় আর খামতি থাকবে না বলে ধরে নেন পরিবারের লোকজন। কিন্তু দীর্ঘ ৯ ঘণ্টা কেটে গেলেও এখনও ছেলের চিকিৎসা শুরু হয়নি বলে অভিযোগ তাঁদের। তাঁদের আশঙ্কা দীর্ঘ ক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থেকে ছেলের পরিস্থিতির আরও না অবনতি হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।