পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বিবাদী বাগে হোমিওপ্যাথি ওষুধের দোকানে সন্দেহভাজন যুবক। শাটারের তালা ভেঙে এক যুবককে উদ্ধার করে পুলিশ। গতকাল সন্ধে সাড়ে ৭টায় বিবাদী বাগের এই হোমিওপ্যাথি ওষুধের দোকানবন্ধ হয়ে যায়। তালাবন্ধ দোকানে কীভাবে ঢুকল ওই যুবক? কোথায় লুকিয়েছিল? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।                                                    

রাতভর দোকানের মধ্যেই ছিলেন ওই ব্যক্তি। পরনে জিন্স, খালি গায়ে গলায় তোয়ালে পরিহত। পুলিশের দাবি, চুরি করতে গিয়ে দোকানে আটকে পড়ে ওই যুবক। এরপর আর বেরনোর উপায় পাননি। সারারাত সেখানেই ছিল। শাটার খুলেই দেখা যায় তাঁকে। হোমিওপ্যাথি ওই চিকিৎসাকেন্দ্রেই রাত কাটান তিনি। কী উদ্দেশ্যে ওখানে গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। 

পুলিশ মনে করছে হোমিওপ্যাথি সেন্টারটি যখন বন্ধ হচ্ছিল সেই সময়ই ওই যুবক ওখানে ঢুকে লুকিয়ে থাকেন। তারপর শাটার বন্ধ করার পর সে ওখানেই আটকে পড়ে। 'আয় বাবা আয়' করে ডাক দিতে থাকেন উপস্থিত পুলিশ কর্মীরা। এরপর জোর করে তাঁকে বাইরে আনতেই সে রাস্তায় শুয়ে পড়েন। বায়নাও করতে থাকেন না যাওয়ার। শেষে চ্যাংদোলা করে তাঁকে বাইরে নিয়ে যাওয়া হয়।                                         

আরও পড়ুন, 'আমরা শিক্ষিত হয়ে এসব কেন নেব!', শ্বশুরের দেওয়া ৫ লক্ষ যৌতুক ফেরালেন জামাই

এদিকে সকাল সকাল এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকানের বাইরে ভিড় করেন স্থানীয়রা। ওই যুবককে আটক করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। কী উদ্দেশ্যে হোমিওপ্যাথি ওষুধের দোকানে ঢুকেছিল ওই যুবক? চুরির উদ্দেশ্যে? খতিয়ে দেখছে পুলিশ।

এই চেম্বারটি যার তিনি বলেন, 'আমি কিছুই জানতাম না। আমাকে ফোন করে ডাকা হল। চেম্বার শেষ করে কাল শাটার দিয়েই যাওয়া হয়েছিল। কী করে ঢুকল সেটার আশ্বর্য হচ্ছি। দোকানের ভিতরে আওয়াজ শুনে আমায় জানান হয়। আমি পুলিশকে জানাই তারপর এসে দেখি এই ঘটনা।' 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে