উজ্জ্বল মুখোপাধ্যায়, ও আশাবুল হোসেন, কলকাতা: 'সিপিএম (CPM)-কংগ্রেসের (Congress) মতো সেটিংয়ের রাজনীতি নেই আইএসএফের। নৌশাদ সিদ্দিকির লড়াইয়ে নিষ্ঠা আছে'। আইএসএফ ও নৌশাদ সিদ্দিকির প্রশংসায় পঞ্চমুখ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'বিজেপির প্রত্য়ক্ষ বা পরোক্ষ কোনওরকম সহযোগিতার প্রয়োজন নেই', শুভেন্দুর মন্তব্যে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)।             

  


সম্প্রতি অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে (Diamond Harbar), লড়াইয়ের চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)।  যার প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আগামী লোকসভা ভোটে কি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে প্রার্থী হতে পারেন নৌশাদ সিদ্দিকি?


অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে সংখ্য়ালঘু ভোট প্রায় ৫৩ শতাংশ। ২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি সংখ্যালঘু অধ্যুষিত ডায়মন্ড হারবারে লোকসভা ভোটে বিরোধীদের তাস হতে চলেছেন নৌশাদ সিদ্দিকি?


ফুরফুরা শরিফের পীরজাদাকে সামনে রেখেই কি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে সর্বসম্মতভাবে লড়াইয়ে নামতে চলেছে বিরোধীরা? এবার এই জল্পনা আরও জোরাল করে, ISF-এর প্রশংসা শোনা গেল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে।                                                                


যদিও বিজেপির প্রত্য়ক্ষ বা পরোক্ষ কোনওরকম সমর্থন নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নৌশাদ। এর আগে নৌশাদ সিদ্দিকিকে ডায়মন্ড হারবার আসনটি ছেড়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন অধীর চৌধুরীও। লোকসভা ভোটে কি, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হিসেবে লড়তে পারেন, নৌশাদ সিদ্দিকি? সম্প্রতি শুরু হয়েছে এই জল্পনা।  শেষ অবধি ২০২৪-এর লোকসভা ভোটে ডামন্ড হারবারের ছবিটা কি দাঁড়াবে? সেখানে কি অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন নৌশাদ সিদ্দিকি? সেদিকেই নজর সকলের। তবে  এনিয়ে আজ নৌশাদ বলেন, দলের অনুমোদন থাকলে তিনি অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়বেন। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূলও।


আরও পড়ুন: Garia Incident: প্রশাসনের নাকের ডগায় কাটা গ্যাসের কারবার! আতঙ্কে কাঁটা স্থানীয়রা