পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: দিনভর টানাপোড়েনের অবসান। শেষমেশ শেখ শাহজাহানকে (Seikh Shahjahan Update) হাতে পেল সিবিআই (CBI)। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ধাক্কার অবশেষে সিবিআইয়ের হাতে সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান। SSKM-এ স্বাস্থ্য পরীক্ষার পরেই সিবিআইয়ের হাতে তুলে দিল CID। সূত্রের খবর জোকা ESI হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হতে পারে নিজাম প্যালেসে।
সিবিআইয়ের হাতে শাহজাহান: মঙ্গলবারের পর বুধবারও নির্দিষ্ট সময় বেঁধে দেয় আদালত। কিন্তু সেই ডেডলাইনের মধ্যে শাহজাহানকে CBI-এর হাতে তুলে দিল না CID। যে ঘটনায় রাজ্য পুলিশের সদিচ্ছা নিয়েও প্রশ্ন ওঠে। গতকাল আদালত নির্দেশ দিয়েছে বিকেল সাড়ে ৪টের মধ্যে শেখ শাহজাহানকে CBI-এর কাছে হস্তান্তর করতে হবে। যদিও সিআইডি তা করেনি। কলকাতা হাইকোর্ট নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু রাজ্যের আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন।
সময়ে হস্তান্তর না করায় সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে ইডি। শেখ শাহজাহানকে CBI কাছে হস্তান্তর করা নিয়ে এদিনও কলকাতা হাইকোর্টে ধাক্কা খায় রাজ্য সরকার। মঙ্গলবারের নির্দেশ বহাল রাখেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। এমনকী রাজ্যের তরফে সময় চাওয়া হলেও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, অভিযুক্তকে গ্রেফতারের সময় বেঁধে দেওয়া হয়েছে। তাই এই নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া যাবে না। বিকেল ৪টে ১৫-র মধ্যে নির্দেশ কার্যকরের কথাও বলা হয়। একইভাবে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও সরব হয় কলকাতা হাইকোর্ট। লুকোচুরি খেলার আচরণ করে রাজ্য পুলিশ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে বলে সরব হয় আদালত। হাইকোর্ট সাফ বলে দেয়, শীর্ষ আদালতে আর্জি মানেই হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ হয়ে যায় না।
হাইকোর্টের এই নির্দেশের পরই প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিজাম প্যালেস থেকে ভবানীভবনের উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকরা। হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করে তারা। অন্যদিকে, CID আইনজ্ঞদের পরামর্শ নিতে শুরু করে বলে সূত্রের খবর। কিছুক্ষণ পর স্বাস্থ্য পরীক্ষার জন্য শেখ শাহাজাহানকে নিয়ে যাওয়া হয় SSKM-এ। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে ফিরিয়ে আনা হয় ভবানী ভবনে। এই দীর্ঘ টানাপোড়েনের পর শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেয় সিআইডি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: TMC Clash: জনগর্জন সভার প্রস্তুতি শিবিরে তৃণমূল বনাম তৃণমূল, ধুন্ধুমার কসবায়