ধর্মশালা: সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng Test Series) পঞ্চম টেস্ট ম্যাচ কার্যত নিয়মরক্ষার। আর সেই ম্যাচে প্রথম একাদশে পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী করে নামছে ইংরেজ শিবির। রাঁচিতে চতুর্থ টেস্টের থেকে তাদের একাদশে একটি পরিবর্তন করা হয়েছে। ওলি রবিনসনের পরিবর্তে ফিরছেন মার্ক উড (Mark Wood)।


ধর্মশালায় কনকনে ঠান্ডা। মনে করা হচ্ছিল, এই পরিস্থিতিতে একজন বাড়তি জোরে বোলার খেলাবে ইংল্যান্ড। রঞ্জি ট্রফিতে যে উইকেটে হিমাচল প্রদেশ বনাম দিল্লি ম্যাচ হয়েছিল, সেই বাইশ গজেই হবে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট। রঞ্জি ট্রফির সেই ম্যাচে ৩৬ উইকেট নিয়েছিলেন পেসাররা। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচেও জোরে বোলারদের দাপট দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।


তবে ম্যাচের আগে উইকেট শেষবার পর্যবেক্ষণের পরে বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাকালামরা বোলিং বিভাগে পেসার ও স্পিনারদের ভারসাম্য রাখার দিকেই ঝুঁকেছেন। দুই স্পিনার রাখা হচ্ছে একাদশে। অফস্পিনার শোয়েব বশিরের পাশাপাশি বাঁহাতি স্পিনার টম হার্টলি।


চতুর্থ টেস্টে ৭০ ওভার বোলিং করার ফাঁকে আঙুলে চোট পেয়েছিলেন বশির। তাঁর স্পিনিং ফিঙ্গার কেটে গিয়েছিল। বুধবার প্র্যাক্টিসেও ছিলেন না বশির। তবে তাঁর পেটের সমস্যার জন্যই বশির প্র্যাক্টিসে ছিলেন না বলে খবর। ম্যাচ খেলতে তাঁর সমস্যা হবে না বলে মনে করছে ইংরেজ শিবির।


বশিরের পাশাপাশি পেটের সমস্যায় ভুগছেন রবিনসনও। সেই কারণে দুজনকে হোটেলে বিশ্রামে রেখে ভারতের মাটিতে চলতি সফরে শেষ প্র্যাক্টিস সেশনের জন্য এসেছিল ইংল্যান্ড। যাতে দলের অন্যান্যদের মধ্যে সংক্রমণ না ছড়ায়, সেই কারণে আলাদা রাখা হয়েছে দুই ক্রিকেটারকে। বেন স্টোকস বলেছেন, 'কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। সেই কারণেই ওদের হোটেলে থাকতে বলা হয়েছিল। এটাই বুদ্ধিমত্তার কাজ।' যোগ করেছেন, 'বশির সুস্থ হয়ে যাবে বলেই আমরা আশাবাদী।'


চতুর্থ টেস্টে রবিনসনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। পাশাপাশি ব্যাট করার সময় পিঠে চোটও পেয়েছিলেন। যা বেশ সমস্যায় ফেলে দিয়েছিল ইংরেজ শিবিরকে। তাঁর পরিবর্তে মার্ক উডকে একাদশে ফেরানো হচ্ছে।


আরও পড়ুন: উৎকণ্ঠার মুহূর্তে পাশে দাঁড়িয়েছিলেন পূজারা, অশ্বিনের আচমকা বাড়ি ফেরার কারণ জানালেন স্ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে