কলকাতা: ভবানীপুরে (Bhawanipore) সিবিআই (CBI) অফিসার পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে লুঠপাটের অভিযোগ। ভবানীপুর (Bhawanipore) থানার ৪০০ মিটারের মধ্যেই ব্যবসায়ীর বাড়িতে লুঠের অভিযোগ উঠেছে। ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশির নামে লুঠের করা হয় বলে খবর। নগদ ৩০ লক্ষ টাকা ও বেশ কয়েক লক্ষ টাকার গয়না লুঠ করা হয়েছে। ভবানীপুর থানার সঙ্গে তদন্তে লালবাজার।


কিছুদিন আগে হুগলিতে (Hooghly) ক্রেতা সেজে ভর দুপুরে ডানকুনিতে (Dankuni) নামী সোনার গয়না প্রস্তুতকারী সংস্থার শোরুমে দুঃসাহসিক ডাকাতি ! ঘটনার সময়ের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera)। কয়েক ঘণ্টার মধ্যেই আরামবাগ থেকে গ্রেফতার করা হল ৪ দুষ্কৃতীকে। উদ্ধার খোয়া যাওয়া সোনা ও আগ্নেয়াস্ত্র ।


বাসে হার ছিনতাই করতে গিয়ে পাকড়াও
দুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি ! পালানোর পথে বাসের মধ্যে হার ছিনতাই করতে গিয়েই ধরা পড়ে যায় ৪ ডাকাত। উদ্ধার হয় প্রচুর পরিমাণ সোনার গয়না । উদ্ধার আগ্নেয়াস্ত্র । পুলিশ সূত্রে খবর, ডাকাতদলটি যখন বাসে করে বাঁকুড়ার দিকে পালাচ্ছিল , তখন বাসের মধ্যে এক মহিলার গার ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে যায় ৪ দুষ্কৃতী । ২ জন পালিয়ে যায়। ধৃত ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয় গয়না ভর্তি ব্যাগ । 


বন্দুক ঠেকিয়ে লুঠ
ঘড়িতে তখন, ২টো ৩৭। CCTV ফুটেজে দেখা যাচ্ছে, ক্রেতা ভেবে নিরাপত্তারক্ষী (Security Guard) গেট খুলতেই, মাথায় বন্দুক ঠেকাল দুষ্কৃতী। ধাক্কায় মেঝেতে পড়ে গেলেন নিরাপত্তারক্ষী। এদিকে, আগে থেকেই সেখানে ক্রেতাদের ভিড়ে মিশে ছিল আরেকজন । বন্দুক হাতে ছুটে এল সেই দুষ্কৃতীও । অস্ত্র উঁচিয়ে সরিয়ে দেওয়া হল ক্রেতাদের । বের করে দেওয়া একের পর এক নিরাপত্তারক্ষীকে ।  এরপর, বড় চটের ব্যাগে ভরা হল একের পর এক সোনার (Gold Ornaments) গয়নার বাক্স ।  


পূর্বমেদিনীপুরেও একই ঘটনা ঘটেছিল কিছুদিন আগেই। দোকানির (shopowner) মাথায় বন্দুক (gun) ঠেকিয়ে প্রায় এক লক্ষ টাকা লুঠ (loot) করে চম্পট দিল দুষ্কৃতীরা (miscreants)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (paschim medinipur) জেলার খড়গপুর (kharagpur) শহরের গোলবাজারে। গতকাল রাত সওয়া ন'টা নাগাদ গোলবাজারের একটি পাইকারি দোকানে ঘটনাটি ঘটে। 


আরও পড়ুন: Viswa-Bharati University: 'মনোনয়নে রাজনীতিকদের হস্তক্ষেপ, নিয়োগে টাকার খেলা' মোদি সরকারের সমালোচনা বিশ্বভারতীর উপাচার্যের