কলকাতা: ভবানীপুর জোড়া দেহ (Bhowanipore Twin Murder) উদ্ধারের ঘটনায় এ বার নয়া তথ্য। পুলিশ সূত্রে খবর, ভবানীপুরে নিহত রশ্মিতা শা-কে পিছন দিক থেকে গুলি করা হয়। মৃতার মাথার পিছনে গুলির ক্ষত মিলেছে বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের বাড়ির সামনের তিনটি সিসি ক্যামেরা বিকল হলেও, কাছেই আরও ক্যামেরার হদিশ মিলেছে। এই ক্যামেরা (CCTV Footage) থেকে সদর রাস্তা এবং পিছনের গলির ফুটেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে আরও তথ্য উঠে আসবে বলে আশাবাদী তদন্তকারীরা। ফুটেজ খতিয়ে দেখতে পুলিশ নিজেও ক্যামেরা ব্যবহার করছে।


নিহত ব্যবসায়ীর কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ


ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নির্মীয়মান বহুতলের এক ঠিকা শ্রমিককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়ীর মোবাইল ফোনের কললিস্ট। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীর দুটি মোবাইল ফোনই গায়েব হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি থেকে অনতিদূরে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত দম্পতির মেয়ের সঙ্গে নিজে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। এলাকাবাসীর বয়ানও সংগ্রহ করছে পুলিশ।


আরও পড়ুন: Amit Shah: গরু পাচার নিয়ে কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন, অমিত শাহর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা


ভবানীপুরের মতো হাই সিকিউরিটি জোনে হাড়হিম করা জোড়া খুনের ঘটনায় সিসি ক্যামেরাই এখন মূল হাতিয়ার পুলিশের কাছে। কিন্তু ব্যবসায়ী অশোক শা-র বাড়ির সামনে তিনটি সিসি ক্যামেরাই বিকল হয়ে পড়ে আছে। তাই রাস্তায় লাগানো পুলিশের ক্যামেরার ফুটেজেই নজর তদন্তকারীদের। 


ভবানীপুরের মতো জায়গায় জোড়া খুনের কারণ খুঁজছে পুলিশ


তদন্তের জন্য সোমবার সেখানে আনা হয় স্নিফার ডগও। ঘটনাস্থল থেকে ৪০০ মিটার দূরে গিয়ে থেমে যায় পুলিশ কুকুর। সেই দূরত্বের ভিতরেই এক চিকিৎসকের বাড়িতে লাগানো রয়েছে আটটি সিসি ক্যামেরা। তার সূত্র ধরে সামনের বড় রাস্তা ও পিছনের গলির ছবি মিলতে পারে। সেই ফুটেজের সূত্র ধরে আততায়ীর হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।