দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, কলকাতা: রাজ্য বিজেপি-তে এ বার শারীরিক নির্যাতনের অভিযোগ। বিজেরি-র লিগাল সেলের (BJP Legal Cell) ইনচার্জের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ আনলেন আইটি সেলের কর্মী এক যুবক। বিধানসভা নির্বাচনে বালিগঞ্জের (Ballygunge) বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারীর দাবি, সিকিম ঘুরতে গিয়ে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। কোনও রকমে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন তিনি।


নেতার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ, শোরগোল বঙ্গ বিজেপি-তে


এই অভিযোগ নিয়ে কলকাতার পোস্তা থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি যুব মোর্চার আইটি সেলের এক কর্মী (BJP IT Cell)। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও (BJP Nadda) ই-মেলে চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, দলের কাজ বলে সিকিম নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁর উপর শারীরিক নির্যাতন চালান লোকনাথ চট্টোপাধ্যায়। তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। কোনও রকমে সেখান থেকে পালিয়ে আরপিএফ-এর সাহায্যে ফোন উদ্ধার করেন তিনি। তার পর কলকাতায় ফিরে রাজ্য বিজেপি-র সভাপতিকে জানান। শেষ মেশ থানায় যান। 


আরও পড়ুন: Nadia : নদিয়ার জেলা প্রাইমারি কাউন্সিল থেকে সরানো হল তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়কে


যদিও পাল্টা অভিযোগকারীর দিকেই আঙুল তুলেছেন বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ থেকে বিজেপি-র প্রার্থী হওয়া লোকনাথ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, আসলে টাকা চুরি করেছিলেন আইটি সেলের কর্মী ওই বিজেপি কর্মী। বাঁচার জন্য এখন মিথ্যা বলছেন। তিনি দলের একনিষ্ঠ কর্মী। এমন কোনও কাজ করতে পারেন না। এ নিয়ে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়েছেন লোকনাথ। কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। 


তবে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য বিজেপি-র অন্দরে। এ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, যত দিন পর্যন্ত অভিযোগ থেকে মুক্ত না হচ্ছেন, তত দিন লিগাল সেলের দায়িত্ব থেকে দূরে থাকবেন লোকনাথ। লোকনাথ নিজেই তা জানিয়েছেন বলে দাবি শমীকের। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। 


আপাতত দায়িত্ব থেকে সরলেন লোকনাথ চট্টোপাধ্যায়


রাজ্য বিজেপি-র তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে খবর। বিজেপি-র কোর কমিটির সদস্যদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন সুকান্ত। অভিযোগকারী এবং অভিযুক্ত, দুই পক্ষের বয়ান চাওয়া হয়েছে। তবে অভিযোগকারী জানিয়েছেন, তাঁকে ব্যবহার  করা হয়েছে। অত্যাচার চালানো হয়েছে তাঁর উপর।