আমদাবাদ: ভূমিপুত্র নরেন্দ্র মোদির হাত ধরে গুজরাতে বিগত দুই দশক ধরে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল বিজেপি (BJP)। কিন্তু ২০২২-এর বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Elections 2022) তাদের কড়া টক্কর দিতে পারে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (Aam Aadmi Party)। নির্বাচনের আগে এবিপি সি-ভোটার ওপিনিয়ন পোলে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। বিজেপি এবং এতকাল সেখানে তাদের প্রধান বিরোধী থাকা কংগ্রেস (Congress) আপ-কে গুরুত্ব দিতে না চাইলেও, এ বারের নির্বাচনে গুজরাতে আপ অন্তত ২০.২ শতাংশ ভোট পেতে পারে বলে মিলছে ইঙ্গিত। 


গুজরাতে ভোটের সমীকরণ বদলে দেবে আপ!


কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি এবং সর্বোপরি সাম্প্রতিক ঘটে যাওয়া মোরবির ঝুলন্ত সেতু বিপর্যয় খানিকটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে বিজেপি-কে। তবে এখনও পর্যন্ত ক্ষমতাদখলের দৌড়ে তারাই এগিয়ে রয়েছে। শুধুমাত্র নরেন্দ্র মোদির প্রচারে ভর করেই গুজরাতে ফের বিজেপি ক্ষমতা দখল করতে সফল বহবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু তাদের সামগ্রিক ভোটে যে আপ ভাগ বসাতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই।


আরও পড়ুন: Gujarat Election 2022: গুজরাতের মসনদে ফিরবে কারা? কাদের রাস্তায় কাঁটা হবে আপ? কী বলছে সমীক্ষা?


প্রাপ্ত ভোট নিয়ে এখনও পর্যন্ত যে পরিসংখ্যান সামনে এসেছে, তাতে এগিয়ে রয়েছে বিজেপি-ই। তারা ৪৫.৪ শতাংশ ভোট পেতে পারে। ২০১৭-র তুলনায় তা যদিও ৩.৭ শতাংশ কম। কংগ্রেসের দখলে যেতে পারে ২৯.১ শতাংশ ভোট। গত বিধানসভা নির্বাচনে ৪১.৪ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। সেই তুলনায় এ বারে তাদের ভোট কমতে পারে ১২.৪ শতাংশ। এ বারেই প্রথম গুজরাত বিধানসভা নির্বাচনে পা রাখছে আপ। আর তাতেই তারা প্রায় ২০.২ শতাংশ ভোট কেটে নিয়ে যেতে পারে বলে ইঙ্গিত মিলছে। 


গুজরাতে এ বারও বিজেপি-ই ক্ষমতা দখল করবে বলে ইঙ্গিত


এবিপি সি-ভোটার সমীক্ষা অনুযায়ী,  ভোটের প্রাপ্তি কমলেও, গুজরাত বিধানসভায় এ বারও সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি। ১৮২ আসনের মধ্যে তাদের দখলে থাকতে পারে ১৩১ থেকে ১৩৯টি আসন। কংগ্রেস ৩১ থেকে ৩৯টি আসন পেতে পারে। আপ ৭ থেকে ১৫টি আসন পেতে পারে প্রথম বারেই। 


এবিপি সি-ভোটার-এর জনমত সমীক্ষা অনুযায়ী, ২০১৭-র বিধানসভা ভোটের তুলনায় আসন বাড়তে পারে বিজেপির, কমতে পারে কংগ্রেসের। ২০১৭ সালের বিধানসভা ভোটে গুজরাতে ৯৯টি আসনে জিতে টানা পঞ্চম বারের জন্য ক্ষমতায় এসেছিল বিজেপি। অন্যদিকে, ১৭ সালে ৭৭টি আসনে জিতে  চমকে দিয়েছিল কংগ্রেস। সমীক্ষা অনুযায়ী, এবার তা কমতে পারে অনেকটাই।