আবীর দত্ত ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা : মেলেনি পুলিশের (Police) অনুমতি। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নামছে বিজেপি (BJP)। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হবে বিজেপির মহা মিছিল (Mega Rally)।


মেলেনি পুলিশের অনুমতি। তারপরও, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার পথে নামছে বিজেপি। পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছে সন্ত্রাসের (Poll Violence) ছবি। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে ১১ জন দলীয় কর্মী খুন হয়েছেন।আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার কর্মী। তাঁদের মধ্যে ৬৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পঞ্চায়েত ভোটে ১২ হাজার ৪৯২টি বুথ দখল হয়েছে এবং ২১ হাজার বুথে ভোটই না হওয়ার অভিযোগ তুলছে বিজেপি।


এসবের প্রতিবাদে, বুধবার পথে নামছে তারা। বিজেপির দাবি, পুলিশের অনুমতি না মিললেও, তাঁরা মহা মিছিল করবে। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হবে বিজেপির মহা মিছিল।


প্রসঙ্গত, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পর এবার রাজ্য়ে বিজেপির মহিলা প্রতিনিধি দল এসেছে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় যায় ৫ মহিলা সাংসদের প্রতিনিধি দল। রাজ্য়ে ফের বিজেপির অনুসন্ধানকারী দল আসায়, কটাক্ষ করতে কালবিলম্ব করেনি তৃণমূল। অন্যদিকে, পুরুলিয়ায় পুনর্নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো।


মাহেশ্বরী ভবনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গেও দেখা করে বিজেপির মহিলা সাংসদদের দল। পুনর্নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর আবেদন, পুরুলিয়ায় স্বচ্ছ নির্বাচন হয়নি, নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়া হোক। 


                                                                                     


আরও পড়ুন- শখ, নেশা ও অক্সিজেনের খোঁজ, ১৫ বছর থেকে গাছ লাগিয়ে চলেছেন বছর আশির দুখু মাঝি


আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial