আবীর দত্ত, কলকাতা : বিজেপির (BJP) মিছিল ঘিরে যাদবপুরে (Jadavpur) ধুন্ধুমার। বাংলায় বেকারত্ব থেকে এসএসসি-তে নিয়োগ দুর্নীতি, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে সেলিমপুর থেকে মিছিল শুরু করে বিজেপি। কিন্তু বিজেপির অভিযোগ পুলিশ তাদের মিছিল আটকায়। যাদবপুর থানার সামনে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়  বিজেপি কর্মীদের।


মাথা ফাটল একজন পুলিশ কর্মীর। যাদবপুর থানার ওসি-ও আক্রান্ত হন বলেই অভিযোগ। পাল্টা বিজেপি সমর্থকরা তাদের ওপর আক্রমণের অভিযোগ তোলেন। এরপরই যাদবপুর থানার সামনে পথ অবরোধ বিজেপির। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান গেরুয়া শিবিরের সমর্থকরা। ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকে রাস্তা।


কী থেকে ঝামেলার সূত্রপাত


'চোর ধরো, দেল ভরো' স্লোগান তুলে প্রতীকী জেল বানিয়ে সেখানে বসে পড়েন এক বিজেপি সমর্থক। যে সমর্থক চাপিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মুখোশ। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করার প্রতীকী ছবি তুলে ধরে বিজেপি মিছিল শুরু হতেই পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা তৈরি হয়। গেরুয়া শিবিরের কর্মীদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে তাদের ট্যাবলো ভেঙে দেওয়া হয়। যাদবপুর থানার সামনে এসে যা কার্যত খণ্ডযুদ্ধে পরিণত হয়।


মিছিলে চড়-মুড়ি


বিজেপির মিছিলে তৃণমূল নেতাদের গ্রেফতারির দাবির পাশাপাশি রাজ্যের চাকরির অবস্থা নিয়েও অভিযোগ তোলা হয়। মিছিলে বিতর্কিত পার্থ চট্টোপাধ্যায়য়কে জেলবন্দি দেখানোর ট্যাবলোর পাশাপাশি মুড়ি-চপ নিয়েও হাজির ছিলেন বিজেপি সমর্থকরা।


কিছুদিন আগেই তৃণমূল সরকারের একাদশতম বর্ষপূর্তির আগে কলকাতা জুড়ে বিজেপির ভোট পরবর্তী হিংসা নিয়ে হোর্ডিং পড়েছিল । শাসকদলের বর্ষপূর্তি কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে পাল্টা ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়। সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চাঁদনি চক, ধর্মতলা, তালতলা, জানবাজার ও শহরের কেন্দ্রস্থল ডোরিনা ক্রসিংয়েও লাগানো হয় বিজেপির হোর্ডিং।  যে উপলক্ষ্যে তাদের মিছিল ঘিরেও পুলিশের সঙ্গে বচসা বেঁধেছিল।


আরও পড়ুন- 'অকৃতজ্ঞ', 'ইডি-সিবিআই থেকে বাঁচতে দিল্লির কাছে বিক্রি', নাম না করে শুভেন্দুকে নিশানা অভিষেকের