রঞ্জিত সাউ ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: অভিনেত্রীর (Actress) বিরুদ্ধে উঠল কেপমারির (Capmari) অভিযোগ। তাও আবার কলকাতা বইমেলা (Kolkata Book Fair) থেকে গ্রেফতার করা হল তাকে।


কেপমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত। পুলিশ সূত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার বইমেলায় টহলরত পুলিশ কর্মীদের নজরে আসে , এক মহিলা বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। সন্দেহ হতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।


পুলিশ সূত্রে খবর, রূপা দত্ত নামে ওই মহিলা নিজেকে বলিউড অভিনেত্রী বলে দাবি করেন। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬৫ হাজার টাকা। পুলিশের দাবি, অভিনেত্রী স্বীকার করেছেন, জনবহুল এলাকা ও হাইপ্রোফাইল অনুষ্ঠানে গিয়ে তিনি হাতসাফাই করতেন। ধৃতের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে যেখানে টাকার হিসেব লেখা রয়েছে বলে জানা যায়। 


গতকাল কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গনে যখন পুলিশকর্মীরা কালকে ডিউটি করছিলেন, সেই সময়ে তাঁরা দেখতে পান এক মহিলা কয়েকটি মানিব্যাগ নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। সেই সময়ে তাঁকে দেখে সন্দেহ হয়, ও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। প্রশ্ন করা হয় কেন তিনি ওই মানিব্যাগগুলো ডাস্টবিনে ফেলছেন। এরপর সন্দেহ গাঢ় হলে তাঁকে আটক করা হয়। ওই ধৃতের কাছ থেকে এরপর নগদ ৬৫ হাজার টাকা ও বেশ কিছু মানিব্যাগ উদ্ধার করা হয়। তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে জানা যায় ওই মহিলার নাম রূপা দত্ত। পুলিশের দাবি, নিজেকে তিনি বলিউডের অভিনেত্রী বলে দাবি করেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন মেলা বা ভিড় থেকে তিনি কেপমারি করতেন, মানিব্যাগ চুরিও করতেন।


আরও পড়ুন: Barasat News: 'নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ' পোস্টার পড়ল বারাসাতে


এরপর অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার করা হয়েছে, আজ তাকে আদালতে পেশ করা হবে। কেন এমন ঘটনা? কীভাবে কী হল? সবটাই খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিনেত্রীর থেকে উদ্ধার হওয়া ডায়েরিও খতিয়ে দেখছে পুলিশ। সেখানে লেখা রয়েছে, কবে কোথা থেকে কত টাকা তিনি নিয়েছেন, কোথায় কবে কত টাকা খরচ করেছেন সেই সমস্ত হিসেব।