সৌমিত্র রায়, বিধাননগর: বইমেলাকে ঘিরে অশান্তি বাধল। বইমেলা প্রাঙ্গনে মিছিল নিয়ে বেরোলে, পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ১৪ জনকে পুলিশ আটকও করে বলে খবর। সেই নিয়ে থানা ঘেরাও করে চলছে বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন জমা দিতে যাওয়াকে ঘিরেই অশান্তির সূত্রপাত বলে জানা যাচ্ছে। এ নিয়ে বিঘধাননগর উত্তর থানার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। আটক হওয়া ১৪ জনের মধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। (Kolkata Book Fair)


ঘটনার সূত্রপাত রবিবার। লিফলেট বিলি করা নিয়ে বইমেলা চত্বর থেকে কয়েক জনকে আটক করা হয় ওই দিন। সেই ঘটনার প্রতিবাদে সোমবার বইমেলায় মিছিল বেরোয়। মিছিল বের করা হয় APDR, যাদবুর কমিউন-সহ একাধিক মানবাধিকার এবং গণ সংগঠন। কিন্তু সেই মিছিলে পুলিশ বাধা দেয়, বিষয়টি খণ্ডযুদ্ধে পরিণত হয় বলে খবর। ধস্তাধস্তি চলাকালীন এক মানবাধিকারকর্মীর হাতে পুলিশ কামড়ে দেয় বলেও অভিযোগ। সেই নিয়ে উত্তাল পরিস্থিতি। (Kolkata News)


রবিবারের ঘটনার প্রতিবাদ গিল্ড কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নেন  মানবাধিকার এবং গণ সংগঠনের সদস্যরা।  সেই মতো সোমবার বইমেলা প্রাঙ্গনে মিছিল বের করা হয়। মিছিল করে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হবে বলে ঠিক ছিল। কিন্তু গোড়াতেই পুলিশ ওই মিছিল আটকে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, দুই পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তিও হয়। এর পর বিক্ষোভকারীদের মধ্যে থেকে ১৪ জনকে আটক করে বিধাননগর উত্তর ধানায় নিয়ে যাওয়া হয়। 


আরও পড়ুন: Abhishek Banerjee: ‘সব বিজেপি-র তৈরি’, বিচারপতিদের সংঘাত নিয়ে মুখ খুললেন অভিষেক


পুলিশের এমন পদক্ষেপে বইমেলা প্রাঙ্গন থেকে সটান বিধাননগর উত্তর থানায় পৌঁছে যান বিক্ষোভকারীরা। থানা ঘেরাও করে রাতভর সেখানে বিক্ষোভ দেখান তাঁরা। মাটিতে বসে থাকা অবস্থায় চলে বিক্ষোভ। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে স্লোগানও তোলেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, দীর্ঘ ক্ষণ থানায় বসিয়ে রেখে আটক হওয়া ১৪ জনের মধ্যে ১২ জনকে ছেড়ে দেয় পুলিশ। এখনও দু'জন থানাতেই রয়েছেন। গ্রেফতার করা হয়েছে তাঁদের। মঙ্গলবার তোলা হবে আদালতে। তবে এখনও থানার বাইরে বিক্ষোভ চলছে। 


বিক্ষোভকারীরা জানিয়েছেন, পাঠশালায় পড়া বস্তির বাচ্চাদের নিয়ে একটি কর্মসূচি চলছিল। নিজেদের আঁকা ছবি এবং লেখা বিলি করছিল ছোট ছেলেমেয়েগুলি। পুলিশ এসে সকলকে গেটের বাইরে বের করে দেয়। এর প্রতিবাদে সোমবার শান্তিপূর্ণ মিছিল বের করেছিলেন তাঁরা। আচমকা পুলিশ এসে ধাক্কাধাক্কি শুরু করে। পুরুষ পুলিশকর্মীরা ধস্তাধস্তি করেন বলে অভিযোগ। মানবাধিকার সংগঠনের এক সদস্যার হাতের আঙুলে পুলিশ কামড়ে দেয় বলেও দাবি করা হচ্ছে। সংবাদমাধ্যমে তিনি বলেন, "কুকুর এমন করে শুনেছি। সামনে পেলেই কামড়ে দেয়। আমার আঙুলে পুলিশ কামড়ে দিয়েছে।" এই  ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বিধাননগর এলাকায়।