কলকাতা: গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে এবার ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করল কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। লালবাজার সূত্রে খবর, বিভিন্ন ইমারতি দ্রব্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে ন্যাশনাল টেস্টিং সেন্টারে। খতিয়ে দেখা হবে, কী গুণমানের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছিল। গার্ডেনরিচের পাহাড়পুরে ভেঙে পড়া বহুতলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিন ফের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। গতকালই উদ্ধারকাজ শেষ করেছে NDRF। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও কলকাতা পুরসভা এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। 


কোন কোন বিষয়ে নজর?
গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে নমুনা সংগ্রহ কলকাতা পুলিশের 
পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্টিং সেন্টারে পাঠাবে হোমিসাইড শাখা
খতিয়ে দেখা হবে ইমারতি দ্রব্যের গুণমান
নিম্নমানের ইমারতি সামগ্রী ব্যবহারের কারণেই গার্ডেনরিচে বিপর্যয় বলে অনুমান


গার্ডেনরিচ কাণ্ডে মেয়র স্থানীয় কাউন্সিলরকে বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। যদিও এই নিয়ে অন্য সুর শোনা গিয়েছে ডেপুটি মেয়র অতীন ঘোষের মুখে, তাঁকে সমর্থন করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। গার্ডেনরিচে একাধিক বহুতল চোখে পড়েছে। মাত্র ৫ ফুট জায়গায় পাঁচ তলা বহুতলও রয়েছে ওই এলাকায়। পুরসভার নজর এড়িয়ে কীভাবে অবৈধ নির্মাণ? উত্তরে মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'আমি কী করে বলব, কী করে হল।' ডেপুটি মেয়র অতীন ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে জানতে চাওয়া হলে মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'যে যা বলুক, এটা নিয়ে আর কিছু বলব না। মানুষের পাশে থাকতে হবে, এটাই মূল কাজ।'


প্রশ্ন হাইকোর্টেরও:
গার্ডেনরিচে বহুতল বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। প্রশাসনের নজর এড়িয়ে এই বহুতল গড়ে উঠেছে বলে মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতির। 'যে আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হচ্ছে তাঁকে সরকার তদন্ত রিপোর্ট দিতে বলেছে? সেটা কীভাবে সম্ভব?' প্রশ্ন প্রধান বিচারপতির। সঙ্গে তাঁর সংযোজন, 'আইন থাকলেই হবে না, তাকে বলবৎ করার মত পরিকাঠামো থাকতে হবে। যদি গুলি ছাড়া বন্দুক দিয়ে সৈন্যদের সীমান্তে যুদ্ধে পাঠানো হয় তাহলে কী লাভ হবে?' উদ্ধারকাজ নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেছেন,'এনডিআরএফ গার্ডেনরিচে উদ্ধারকাজ বন্ধ করে দিয়েছে বলে শুনলাম। কিন্তু আর যদি কেউ থাকে তাহলে কি হবে?' যদিও এ দিন গার্ডেনরিচে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরসভার তরফ থেকে উদ্ধারকাজ চলছে। যতক্ষণ না আটকে থাকা ব্যক্তির দেহ মিলবে ততক্ষণ চলবে। 


আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?