Job News: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে UIDAI দফতরে চাকরির সুযোগ। বয়স ৫৬ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন আপনি। মোট তিনটি পদে চলছে নিয়োগ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা এমবিএ পাশ করে থাকলে আধার দফতরে (UIDAI Recruitment 2024) এই কাজে আবেদন করতে পারেন আপনি। লোভনীয় বেতনের এই চাকরি করতে চাইলে দেখে নিন কীভাবে আবেদন করবেন, কারা আবেদনের যোগ্য।
শূন্যপদ কয়টি
UIDAI দফতরে মোট ৩টি শূন্যপদে নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, প্রাইভেট সেক্রেটারি এবং সেকশন অফিসার। এই তিনটি পদে নিয়োগই সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক। এটি কোনও স্থায়ী চাকরি নয়।
যোগ্যতা কী লাগবে ?
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে এমবিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়ে থাকতে হবে। কেন্দ্রীয় বা রাজ্যস্তরের SAS বা সমতুল্য কোনও সংগঠিত অ্যাকাউন্টস ক্যাডারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম ৫ বছর।
অন্যদিকে প্রাইভেট সেক্রেটারি পদে আবেদনের জন্য পেরেন্ট ক্যাডারে কাজ করে থাকতে হবে বা ৭ম পে কমিশনের বেতনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সবশেষে সেকশন অফিসার হিসেবে কাজ করতে গেলে প্রাইভেট সেক্রেটারি পদের মতই যোগ্যতা বাঞ্ছনীয়।
বয়সসীমা
এই পদে আবেদনের (UIDAI Recruitment 2024) জন্য আবেদনের শেষ দিনের মধ্যে প্রার্থীর বয়স যেন কোনওভাবেই ৫৬ বছরের বেশি না হয়।
বেতন
UIDAI দফতরে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪৭,৬০০ টাকা থেকে বেতন পাবেন। সর্বোচ্চ বেতন হবে ১,৫১,১০০ টাকা।
কাজের মেয়াদ
প্রাথমিকভাবে এই পদে কাজের জন্য প্রার্থীকে ৫ বছরের জন্য নিযুক্ত করা হবে। তবে তিন বছর অতিক্রান্ত হলে সংস্থার প্রয়োজনে না পড়লে প্রার্থীকে অব্যাহতি দিতে পারেন। এমনকী প্রার্থীকেও ন্যূনতম ৩ বছর সংস্থায় কাজ করতে হবে এমনটা জানানো হয়েছে।
কীভাবে আবেদন করবেন
এই পদে কাজের জন্য অনলাইনে আবেদন (UIDAI Recruitment 2024) করা যাবে না। অফলাইন আবেদন করতে হবে। ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্যাদি সহ UIDAI-এর ডিরেক্টরের কাছে ডাকযোগে পাঠাতে হবে। আগামী ১৫ মে তারিখের মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র।
এক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যাদি বিস্তারিতভাবে জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI