কলকাতা : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হচ্ছে। এবার সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বড় দাবি করেছেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। এই ঘটনার কড়া নিন্দা করা হয়েছে বিজেপির আইটি সেলের তরফে। অন্য দিকে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্যও এই ঘটনার নিন্দা করেছেন সোশ্য়াল মিডিয়ায়। তবে দেবাংশু এক যোগে আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধেও।
দিনকয়েক আগে কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। সোশাল মিডিয়ায় বাস থেকে গেরুয়া পতাকা খুলে ফেলার ছবি পোস্ট করে তিনি লেখেন, ''গেরুয়া কেবল একটি রঙ নয়, এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ সহ অগণিত সাধু, যাঁরা মানবতার সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাঁরা গর্বের সঙ্গে এই রঙ পরিধান করেন। আমাদের জাতীয় পতাকায় এটি সাহস ও ত্যাগের প্রতীক।'
পুলিশের সামনে ইসলামপন্থীরা বাস চালককে পতাকা নামিয়ে ফেলতে বাধ্য করে বলে সোশাল মিডিয়ায় অভিযোগ তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও তীব্র আক্রমণ করেছেন তিনি। পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রেখেছেন তিনি। অমিত মালব্য ছাড়াও বঙ্গ বিজেপির একাধিক জনকে ইদানীং এই প্রসঙ্গে পোস্ট করতে দেখা গিয়েছে। তবে এবার ঘটনার নিন্দা করে পোস্ট করলেন তৃণমূলের IT সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যও। দেবাংশু কিন্তু যুগপৎ আক্রমণ করেছেন বিজেপিকেও।
বাস থেকে গেরুয়া পতাকা খোলার ছবি প্রকাশ্যে আসার পরে তার নিন্দা করেছেন তৃণমূলের IT সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, আমার এমন মানুষ পছন্দ যাঁরা নিজের ঘর ঝাড় দেওয়ার পছন্দ করেন। হিন্দুদের মধ্যে থেকে যেমন বিজেপির মতো অসভ্যদের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে, সেভাবেই মুসলমানদের মধ্যে থেকে এইসব অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে।