অনির্বাণ বিশ্বাস, কলকাতা: শুক্রবারের সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা। রাজারহাটে খালে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, দুর্ঘটনায় আহত ৪০ থেকে ৫০ জন। 

Continues below advertisement

একেবারে রাস্তা থেকে খালি উল্টে যায় পুরো বাসটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজারহাট-হাড়োয়া খালে বাস উল্টে দুর্ঘটনাটি ঘটেছে। 

পুলিশ সূত্রে খবর, বেড়াচাঁপা থেকে করুণাময়ী আসার পথে উল্টে যায় বাস। ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ। ঘুমের ঘোরে দুর্ঘটনা কি না, চালক ও খালাসিকে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

Continues below advertisement

স্থানীয় সূত্রে খবর, এই বাসটি বেপরোয়া গতিতেই আসছিল। মনে করা হয়েছে কোনও কারণে হয়তো নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাসটি। গতির জেরে কিংবা চালকের ভুলে বাসটি একেবারে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।  

যাত্রীদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।                       

আহত এক যাত্রী জানিয়েছেন ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। তিনি বলেন, 'বাস যখন রেলিং ভেঙে খালে গিয়ে পড়ল। তখন আমি পুরো জলের তলায় চলে গেছিলাম। একা একা উঠেছি। কোনও মতে প্রাণে বেঁচেছি।' এই ঘটনায়, বাসের চালক ও খালাসি-সহ আহত হয়েছেন অন্তত ৪৬ জন।তাদের মধ্যে, ৯ জনকে ভর্তি করা হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। 

ঠিক কীভাবে ঘটল এই দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, শুক্রবার সকালে, বেড়াচাঁপা থেকে সল্টলেকের করুণাময়ীর দিকে আসছিল এই বাসটি। পাশেই ছিল ২১১ রুটের আরেকটি বাস।রেষারেষির কারণেই কি এই দুর্ঘটনা? আহত এক যাত্রীর কথায়, 'হঠাৎ একটা গাড়ি ওভারটেক করল। সামনে একটা গাড্ডা ছিল। গাড্ডায় সামনের চাকা পড়ে গিয়ার ভেঙে গেছে। গাড়ি আর ঠিক তাল রাখতে পারেনি, খালে উল্টে দিয়েছে। আমাদের মাথায় লেগেছে প্রায় সকলেরই। কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল সব।' 

যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা।এরপর ক্রেন দিয়ে খাল থেকে বাসটিকে তোলা হয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের আবার দাবি, বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা ঘটেছে।