অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বাস দুর্ঘটনা এড়াতে আগামী সপ্তাহে SOP আনছে পরিবহণ দফতর। প্রস্তাবিত SOP নিয়ে ইতিমধ্যেই বাস মালিক ও সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা করেছেন পরিবহণমন্ত্রী। প্রস্তাবিত SOP-র কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে বাস মালিকদের সংগঠন।
বাস দুর্ঘটনা এড়াতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা SOP আনছে পরিবহণ দফতর। সম্প্রতি, সল্টলেকে স্কুল
থেকে ফেরার সময় দু’টি বাসের রেষারেষিতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার। তার আগে, ভিআইপি রোড, বাঁশদ্রোণী থেকে বেহালা- গত কয়েক মাসে বেপরোয়া যানবাহন প্রাণ কেড়েছে একাধিক। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী।
এই অবস্থায়, কীভাবে এই দুর্ঘটনায় লাগাম পরানো যায় তা নিয়ে দফায় দফায় সরকারের সঙ্গে সব পক্ষের আলোচনা হয়। আগামী সপ্তাহে এনিয়ে SOP আনতে চলেছে পরিবহণ দফতর। বাস ড্রাইভার, কন্ডাক্টরদের জন্য আলাদা আলাদা নির্দেশিকা থাকবে SOP-তে।
প্রস্তাবিত SOP-তে বলা হয়েছে-
- যে কোনও পরিস্থিতিতে স্পিড লিমিট মানতে হবে।
- নিয়মিত পরীক্ষা করাতে হবে গাড়ি।
- নির্দিষ্ট বাসস্ট্যান্ড ছাড়া অন্য কোথাও বাস দাঁড়াবে না।
- ব্যবহার করা যাবে না রিসোলিং টায়ার।
- পরিবহণ কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম পরতে হবে।
- শ্রম আইন মেনে ৮ ঘণ্টা কাজ করাতে হবে। ওভারটাইম করানো যাবে না।
- কমিশন প্রথা তোলা যায় কি না, সেটা খতিয়ে দেখতে বলা হয়েছে।
- বাসের মধ্যে কমপ্লেন রেজিস্ট্রার রাখতে হবে।
প্রস্তাবিত SOP নিয়ে বাস মালিক ও সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা করেছেন পরিবহণমন্ত্রী।
পরিবহণ দফতর সিদ্ধান্ত নিয়েছে, দু-দিন মাসের মধ্যে শহর ও শহরতলির বাসস্ট্যান্ডে এলইডি ডিসপ্লে বসানো হবে। কতক্ষণ পর, কোন রুটের বাস আসবে, তা ওই ডিসপ্লে বোর্ডে দেখা যাবে। এমনকী, যাত্রীসাথী অ্যাপেও এই তথ্য পাওয়া যাবে। এই পরিষেবার সঙ্গে শুধু সরকারি বাস নয়, বেসরকারি বাসকেও যুক্ত করা হবে।
আরও পড়ুন, ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, একাধিক লোকাল-এক্সপ্রেস ট্রেন বাতিল হাওড়া শাখায়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে