কলকাতা: নিয়োগ-আশ্বাস পেয়ে এসএসসি (SSC) চাকরিপ্রার্থীরা বেরিয়ে যাওয়ার পরেই উত্তপ্ত ক্যামাক স্ট্রিট (Camac Street)। অভিষেকের সঙ্গে সাক্ষাতের দাবিতে টেট-উত্তীর্ণদের বিক্ষোভ। অভিষেকের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে বললেও অনড় আন্দোলনকারীরা। অভিষেকের সঙ্গে আজই সাক্ষাতের দাবি। 


অভিষেকের (Abhishek Banerjee) SSC-বৈঠক। শুক্রবার SSC’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর ঠিক সেই সময়েই, তাঁর অফিসের বাইরে বিক্ষোভে সামিল হলেন, ২০১৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা। বিক্ষোভে দেখা গেল ২০১২ সালে SSC উত্তীর্ণ কয়েকজন চাকরিপ্রার্থীকেও। 


মঙ্গলবার এবিপি আনন্দর যুক্তি-তক্কো অনুষ্ঠানে আন্দোলনকারী SSC চাকরিপ্রার্থীদের দুর্দশার কথা তুলে ধরেছিলেন, তাঁদেরই মধ্যে একজন, শহীদুল্লাহ্। এরপর শুক্রবার শহীদুল্লাহ্-সহ আন্দোলনকারীদের আটজন প্রতিনিধির সঙ্গে, বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 


ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে যখন এই বৈঠক চলছে, তখনই বাইরে জড়ো হন ২০১৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ প্রার্থীরা। তাঁরাও অভিষেকের সঙ্গে দেখা করতে চান। পুলিশকর্মীরা, তাঁদের স্মারকলিপি জমা দিতে বলেন। কিন্তু, টেট উত্তীর্ণরা অভিষেকের সঙ্গে সাক্ষাতের দাবিতে, বিক্ষোভ দেখাতে শুরু করেন। 


বিকেল সাড়ে ৫টার লাইভ থেকে বাইট - টেট উত্তীর্ণ বিক্ষোভকারী এদিন বিক্ষোভে দেখা যায় ২০১২ সালে SSC উত্তীর্ণ কয়েকজন চাকরিপ্রার্থীকেও। ২০১৪’র প্রাইমারি টেটে, দুর্নীতির মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু, চাকরিপ্রার্থী এই আন্দোলনকারীদের ভবিষ্যৎ কী? হকের চাকরি মিলবে কবে? সেই উত্তর নেই কারও কাছে। 


মানবিক অভিষেক: এসএসসির (SSC) নিয়োগের বিষয়ে মানবিক অভিষেক। বঞ্চিতদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দাবি এসএসসি আন্দোলনকারী শহীদুল্লাহের। ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি করেছেন তিনি। অভিষেক বন্দ্য়োপাধ্যায় আন্দোলনকারীদের প্রতি সহমর্মী বলেও দাবি। মেধাতালিকায় থাকা সবাইকে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন অভিষেক, দাবি শহীদুল্লাহের। শুক্রবার অভিষেকের সঙ্গে এসএসসি’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক হয়।  ৮ আগস্ট ফের বৈঠক। 


মেয়ো রোডে গাঁধী মূর্তির নীচে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন এসএসসি (SSC) চাকরিপ্রার্থীরা। ৫০১ দিন ধরে তাঁদের আন্দোলন চলছিল। এই নিয়ে বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জানিয়েছিলেন, শুক্রবার আন্দোলনকারীদের কয়েকজনের সঙ্গে কথা বলবেন তিনি। সেইমতোই এদিন আন্দোলনকারীদের কয়েকজনের সঙ্গে বৈঠকে বসেন তিনি।