ঝিলম করঞ্জাই, কলকাতা : দক্ষিণ ভারত থেকে উত্তর-পূর্ব ভারতের শিলচরে এসে ক্যানসার চিকিৎসার (Cancer Treatment For Poor) হাল ধরেছেন। দরিদ্ররা যাতে ক্যানসার চিকিৎসায় বঞ্চিত না হয়, তা নিয়েই তাঁর সংগ্রাম। শুক্রবার NRS-এর প্রতিষ্ঠা দিবসে এসে বক্তব্য রাখলেন, রমন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক রবি কন্নন (Doctor Ravi Kannan)।


দারিদ্রের জন্য কোনও ক্যানসার রোগী যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন তা নিয়ে তাঁর লড়াই দীর্ঘদিনের। দিনকয়েক আগেই পেয়েছেন রমন ম্যাগসাইসাই পুরস্কার। সুচিকিৎসার জন্য় মানুষ যে দক্ষিণ ভারতে যান, তিনি সেই দক্ষিণ ভারত থেকে উত্তর-পূর্ব ভারতের শিলচরে এসে ক্যানসার চিকিৎসার হাল ধরেছেন। এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্য়ে বর্ষব্যাপী অনুষ্ঠান চলছে। এরমধ্য়েই শুক্রবার NRS-এর প্রতিষ্ঠা দিবসে এসে বক্তব্য রাখলেন ক্যানসার চিকিৎসার দিকপাল, পদ্মশ্রীপ্রাপ্ত চিকিৎসক রবি কন্নন।


ডক্টরস অ্যাজ চেঞ্জ মেকার্স অর্থাৎ চিকিৎসকরাই পরিবর্তনের রূপকার শীর্ষক বিষয়ে এদিন NRS অডিটোরিয়ামে বক্তব্য রাখেন তিনি। ২০০৭ সালে চেন্নাই থেকে এসে, শিলচরের কাছাড় ক্য়ানসার হাসপাতালের দায়িত্ব নেন। এলাকায় ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এলাকার মানুষই চাঁদা তুলে যে হাসপাতাল তৈরি করেছিলেন। ক্যানসার চিকিৎসার পথিকৃতের আফশোস, 'পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে ক্য়ানসার আক্রান্তের সংখ্য়া ক্রমশ বাড়ছে। প্রত্যন্ত অঞ্চলে যাঁরা দিনমজুরের কাজ করেন। তাঁদের দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু এবং দৈনিক রোজগার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এবং যদি সেরে ওঠার সম্ভাবনা না থাকে, তাহলেও যাতে সেটা যন্ত্রণামুক্ত হয়।'


প্রসঙ্গত, শিলচরের কাছাড় ক্য়ানসার হাসপাতালে, ওই অঞ্চলের ৭০ শতাংশ ক্যানসার আক্রান্তের চিকিৎসা হয়। যাদের মধ্য়ে ৯০ শতাংশ দিনমজুর পরিবারের। তাঁদের জন্য কীভাবে কাজ করা চলছে। কীভাবে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা বড় অস্ত্র হতে পারে, তা নিয়েও রাস্তা বলে দেন বিশিষ্ট চিকিৎসক।


কখনও উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর হাতে কালাজ্বরের টিকা আবিস্কার। তো কখনও, টেস্ট টিউব বেবি নিয়ে গবেষণা বহু ইতিহাসের সাক্ষী এই হাসপাতাল। এদিন, NRS-এর ১৫০ বছর উদ্ যাপন কমিটির তরফে, রাজ্য়ের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগীর সামনেই একটি মিউজিয়াম তৈরির প্রস্তাব রাখেন চিকিৎসক মানস গুমটা। 


আরও পড়ুন- বিধায়কের বিয়ে, কন্যাদান করলেন মন্ত্রী ! কিন্তু মিস্ হয়ে গেল হানিমুন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।