কলকাতা: ফায়ার ব্রিগেডের চাকরিতে জয়েনিং ঘিরে মির্জা গালিব স্ট্রিটে বিশৃঙ্খলা। দমকলের হেড অফিসের সামনে জয়েনিং লেটার হাতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় চাকরিপ্রার্থীদের। তাঁদের দাবি, ২০১৮ সালে ফায়ার অপারেটর পোস্টের জন্য় পরীক্ষায় পাশ করেন তাঁরা। কিন্তু নিয়োগে জটিলতা তৈরি হওয়ায়, বিষয়টি আদালতের বিচারাধীন ছিল। এরইমধ্য়ে হাইকোর্টের তরফে প্য়ানেল যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। নতুন করে প্য়ানেল প্রকাশ করে সরকার। চাকরিপ্রার্থীদের দাবি, ৫০০ জনের ওপর জয়েনিং লেটার পেয়েছে। মেডিক্য়াল টেস্টও হয়ে গেছে। তবে এখনও কাজে যোগ দিতে পারেননি তাঁরা। 


অন্যদিকে বকেয়া DA-র দাবিতে ৭১ দিনে পড়ল শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। তাঁদের দাবি, স্থায়ী অর্ডার না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। এদিকে, রাজ্য সরকারকে চাপে রাখতে সোম ও মঙ্গল দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে ইতিমধ্য়েই আবেদন জানিয়েছেন DA-আন্দোলনকারীরা।  


রোজই খবরের শিরনামে উঠে আসছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। গত ৫ এপ্রিল দ্রুত নিয়োগের দাবিতে রাজ্য সরকারি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লং মার্চ। সোমবার তমলুক থেকে শুরু হয় মিছিল। আজ শেষ হয় শহিদ মিনারে। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের অনুমতি নিয়ে মিছিলের ডাক দিলেও, বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের। 


গতকাল PSC ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। অবিলম্বে নিয়োগের দাবি। দ্রুত চাকরি দিতে হবে প্য়ানেলে নাম থাকা ৮৫৭ জনকে। এই দাবিতে, মুদিয়ালিতে, PSC ভবনের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই, আদালতের নির্দেশের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, বক্তব্য় প্রশাসনের। 


গত শুক্রবারের পর, বৃহস্পতিবার অবিলম্বে নিয়োগের দাবিতে, এক সপ্তাহের মাথায়, মুদিয়ালিতে, PSC ভবনের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। এবার আর শুধু বিক্ষোভ কর্মসূচি নয়, যতদিন না, নিয়োগ হচ্ছে, ততদিন অনশনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। চাকরিপ্রার্থীদের দাবি,২০১৮ সালে PSC-র নিয়োগের পরীক্ষায় মোট ৯৫৭ জনের নাম প্য়ানেলে উঠেছিল। কিন্তু তাঁদের মধ্য়ে মাত্র ১০০ জনের চাকরি হয়েছে। বাকি ৮৫৭ জনের এখনও নিয়োগ হয়নি। চাকরিপ্রার্থীদের অভিযোগ, বাকিদের নিয়োগ নিয়ে কোনও সদর্থক ভূমিকা দেখাচ্ছে না রাজ্য় সরকার। দ্রুত চাকরির দাবিতে, এদিন সকাল ১১টা থেকে দফতরের গেট আটকে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। 


এদিন খাদ্য় দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল।  চাকরিপ্রার্থীদের দাবি, প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই, আদালতের নির্দেশের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে নিয়োগে দুর্নীতি ও অবিলম্বে চাকরির দাবিতে, গত শুক্রবার মুদিয়ালিতে, PSC ভবনের সামনে বিক্ষোভ দেখান PSC দুর্নীতিমুক্ত মঞ্চের সদস্যরা।