কলকাতা: কম বাজেটে দুরন্ত স্পেসিফিকেশন। এমন ফোনের চাহিদা সবসময়েই থাকে। সেই বাজার লক্ষ্য রেখেই এবার ভারতে এল POCO C51. প্রসেসর থেকে ব়্যাম, ডিস প্লে থেকে ক্য়ামেরা। সবদিকেই নজর রেখেছে সংস্থা। তার সঙ্গেই মাথায় রাখা হয়েছে পকেটও। 


এই বাজেট স্মার্টফোনে রয়েছে MediaTek Helio G36 SoC. POCO C31 এর পরেই এটি এল বাজারে। সাড়ে ছয় ইঞ্চির স্ক্রিন রয়েছে এই ফোনটির। ডুয়াল ক্যামেরা রয়েছে, একটি সেলফির জন্য অন্যটি রিয়ার ক্যামেরা। ব্য়াটারির জিক থেকে শক্তিশালী ফোনটি। 


POCO C51 ভারতে লঞ্চ হয়েছে ৪ জিবি ব়্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। দাম ১০ হাজার টাকা। অনলাইনে মিলবে এই ফোন। 


ডিসপ্লে ও ফিঙ্গারপ্রিন্ট রিডার
POCO C51 -এ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। জানুয়ারিতে বাজারে এসেছিল POCO C50- প্রায় সেটির ডিজাইন রাখা হয়েছে এই মডেলেও। স্ক্রিনের আয়তন ৬.৫২ ইঞ্চি HD+, IPS LCD স্ক্রিন থাকছে এতে। 


কী রং:
দুটি রং এর মডেল থাকছে এতে। একটি হল পাওয়ার ব্ল্যাক, অন্যটি রয়্যাল ব্লু। 


ক্যামেরা:
২টি ক্যামেরা থাকছে এতে। একটি হল ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। অন্যটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 


দুরন্ত ব্যাটারি:
বাজেট ফোন হলেও ব্যাটারির দিকে নজর দিয়েছে সংস্থা। ৫০০০ mAH-এর ব্যাটারি রয়েছে এতে।  সঙ্গে রয়েছে 10W চার্জিং। POCO C51-এ Android 13-এর GO Editon থাকছে।


বাজারে আসছে OnePlus-এর নতুন  ফোন
OnePlus সম্প্রতি এনেছে তাদের নতুন ফোন Nord CE 3 Lite 5G. ১১ এপ্রিল থেকে মিলবে এই ফোনটি। অ্য়ামাজন এবং OnePlus-এর স্টোর থেকে মিলবে এই মডেল। এর সঙ্গেই এসেছে Nords Buds 2, সেটাও মিলবে ১১ এপ্রিল থেকে।  ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে মিলবে বেশ কিছু সুবিধা।


বাজারে ভিভোর ফোন:
এপ্রিল মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি২ ৫জি সিরিজ (Vivo T2 5G Series)। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে ভিভো টি২ ৫জি (Vivo T2 5G) এবং ভিভো টি২এক্স ৫জি (Vivo T2x 5G) ফোন। ভিভো টি১ সিরিজের সাকসেসর হিসেবে এই নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ হচ্ছে বলে মনে করা হচ্ছে। ভিভো টি১ সিরিজ গতবছর লঞ্চ হয়েছিল ভারতে। লঞ্চের পর সম্ভবত ভিভো টি২ ৫জি সিরিজের ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। সারা দেশে ভিভো সংস্থার যেসব রিটেল স্টোর রয়েছে সেখানেও পাওয়া যাবে ভিভো টি২ ৫জি এবং ভিভো টি২এক্স ৫জি ফোন। আগামী ১১ এপ্রিল ভিভোর নতুন স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। 


আরও পড়ুন: এপ্রিলেই ভারতে আসছে ভিভো টি২ ৫জি সিরিজ, কবে লঞ্চ? কী কী মডেল থাকছে?