কলকাতা: নামী দোকান থেকে ওয়েবসাইট, কোথাও না মিললেও, হেন কোনও বই নেই, যা কলেজস্ট্রিটে পাওয়া যায় না। কিন্তু দুর্ভোগের শহরে সেই কলেজস্ট্রিটও এখন জলযন্ত্রণার শিকার। সেখানে দোকানে দোকানে জল ঢুকে গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকার বই। পুজোর মুখে এমন ক্ষতিতে মাথায় হাত বই বিক্রেতাদের। দোকান থেকে জল বের করা গেলেও, বইগুলিকে কোনও ভাবেই বাঁচানো সম্ভব নয় বলে জানাচ্ছেন তাঁরা। (Kolkata News)
শহর কলকাতার অনেক কিছু বদলে গেলেও, বইপাড়া নিয়ে বাঙালির সেই পুরনো আবেগে ভাঁটা পড়েনি আজও। কিন্তু সেই আবেগ জলযন্ত্রণা থেকে রক্ষা করতে পারেনি কলেজস্ট্রিটকে। গতকাল রাস্তায় বই ভাসতে দেখেই আঁতকে উঠেছিলেন সকলে। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল পরিস্থিতি অত্যন্ত গুরুতর। একটি বা দু'টি নয়, পর পর বহু দোকানের অবস্থাই উদ্বেগজনক। (College Street Waterlogged)
কলেজস্ট্রিটে নিয়মিত আনাগোনা যাঁদের, ফুটপাতের ধারে পর পর দোকানগুলির গুরুত্ব জানেন তাঁরা। দুষ্প্রাপ্য সব বই, যা কোথাও পাওয়া যায় না, খুঁজেপেতে ঠিক হাতে তুলে দেন সেখানকার দোকানদাররা। কিন্তু বুধবার সকালে সেখানে গিয়ে দেখা গেল, মাথায় হাত বই বিক্রেতাদের। যেখানেই বইয়ে হাত দিচ্ছেন, ভিজে যাচ্ছে হাত। জল থই থই অবস্থা গোটা দোকানের। পা রাখার জায়গা নেই।
দুষ্প্রাপ্য বই রাখার জন্য সুনাম আছে, এমন একটি দোকানে পৌঁছে দেখা গেল, ভিতর থেকে জল ছেঁচে বের করছেন বিক্রেতা। একটি দোকানে আবার এত জল জমেছিল যে, ড্রামে করে জল তুলতে দেখা গেল বই বিক্রেতাকে। সেই জলের সঙ্গে উঠে এল কাগজের টুকরোও, জলে ভিজে যাওয়া বইয়ের পাতা।
শুধুই দুষ্প্রাপ্য বই নয়, দামি দামি বইও ভিজে, ছিঁড়ে একাকার হয়ে গিয়েছে। দু'টি পাতা আলাদা করার উপায় নেই। আঙুলের সঙ্গে সেঁটে যাচ্ছে বইয়ের পাতা। দামি বইগুলি সাধারণত দোকানের ভিতরেই রাখেন বিক্রেতারা। দোকানে জল ঢুকে যাওয়ায়, সেগুলি সব নষ্ট হয়ে গিয়েছে। যে ফুটপাত ধরে হেঁটে বই দেখেন সাধারণ মানুষ, সেই ফুটপাত জুড়ে আজ ছড়িয়ে ছিটিয়ে, স্তূপাকারে পড়ে থাকতে দেখা গেল বই, যার সিংহভাগই নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে।
প্রচুর বই জলের নীচে থেকে কালো হয়ে গিয়েছে, গন্ধ বেরোতে শুরু করেছে। ভিজে বইয়ের সংস্পর্শে ভাল বইও খারাপ হয়ে যায়। তাই ভিজে-শুকনো আলাদা করতেও হিমশিম খেতে হচ্ছে বই বিক্রেতাদের। কলেজ স্কোয়্যারের প্যান্ডেলে মায়ের সঙ্গে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন দেবী সরস্বতী। কিন্তু সেই প্য়ান্ডেলের অনতিদূরেই বইপাড়ার এমন দুরাবস্থা চোখে দেখা যায় না। বইপাড়ায় যাঁরা নিয়মিত যাতায়াত করেন, তাঁদের জন্য যেমন ক্ষতি, তেমনই বড় ক্ষতি হল বই বিক্রেতাদের। জলযন্ত্রণায় ঐতিহ্যের কলেজস্ট্রিটের ক্ষয়ক্ষতি হল, তা পূরণ হবে কী করে, উত্তর জানা নেই কারও।