কলকাতা: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। তার মধ্যেই, কলকাতার বিভিন্ন বাজারে দেখা গেল অসেচতনার ছবি। অনেক ক্রেতা ও বিক্রেতার মুখে নেই মাস্ক। উল্টো ছবি, আবার মানিকতলা বাজারের। 


মাস্ক কেন নেই? এ প্রশ্নের জবাবে কসবা বাজারের এক বিক্রেতা জানান, চা খাচ্ছিলাম তাই। অনেকে আবার বলেছেন দোকানে পুজো করছিলেন, ধুনো দিয়েছেন তাই মাস্ক পরেননি। শনিবার সকালে, কসবা বাজারে গিয়ে দেখা গেল, বহু ক্রেতার মুখেই নেই মাস্ক। একই অবস্থা বিক্রেতাদেরও। করোনার মারাত্মক সংক্রমণের মধ্যেও, চূড়ান্ত অসচেতনতার ছবি। বাজারে মাস্ক-হীনদের ভিড়।


অনেকের মুখে মাস্ক থাকলেও, তা থুতনির কাছে নামানো। এক ক্রেতা জানালেন তিনি 'ভুলেই গিয়েছেন' মাস্ক পরতে। আরেক জনের কথায়, 'ব্যাগে রয়েছে'। কেউ আবার মাফলারকেই মাস্ক করে পড়ে নিলেন। জিজ্ঞেস করতেই হাজির একের পর এক অজুহাত। ভিড়ের মধ্যে বিনা মাস্কেই চলছে বেচাকেনা।


তবে উল্টো ছবি, আবার মানিকতলা বাজারের। এখানে বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাই মাস্ক পরেছেন। চিকিত্‍সকরা বলছেন, সংক্রমণ ঠেকাতে মাস্ক পরে বেরোনো মাস্ট! কিন্তু তারপরেও অনেক জায়গাতেই ধরা পড়ছে অসচেতনতার ছবি।  


এদিকে, রাজ্যে এই নিয়ে টানা দু'দিন ১৮ হাজারের ওপরে রইল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮০২ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৩০ হাজার ৭৫৯। এদিন করোনা কোপে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যু বেড়ে হল ১৯ হাজার ৮৮৩। 


এদিকে, করোনাকে হারিয়ে রাজ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ১১২ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ৪৮ হাজার ৮২১ জন। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৬২ হাজার ৫৫ জন। গতকালের তুলনায় ১০ হাজার ৬৭১ বৃদ্ধি পেয়েছে। লাফিয়ে বেড়েছে পজিটিভিটির হার। শনিবারের প্রকাশিত বুলেটিন অনুসারে, পজিটিভিটি রেট ২৯.৬০ শতাংশ। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় মহানগরে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৩৭ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৮৬ জন। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণাতেও রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ।