সত্যজিৎ বৈদ্য, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আপত্তিজনক ছবি পাঠিয়ে ভিডিও কল রেকর্ড করে চলত ব্ল্যাকমেল। কখনও ডেটিং অ্যাপের মাধ্যমেও পাতা হত প্রতারণার ফাঁদ। রাজারহাটের একটি বাড়িতে মিলল প্রতারণা চক্রের হদিশ।
কাউকে বন্ধুত্বের টোপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতানো ও তারপর একদিন হঠাৎ ভিডিও কল। কল রিসিভ করতেই ওপারে নগ্ন মহিলা। আর সেই স্ক্রিনশট তুলে ওপারের মানুষটিকে সমাজে হেনস্থা করার ভয় দেখানো। এই ধরনের একের পর এক ঘটনার কথা সংবাদ শিরোনামে এসেছে গত কয়েক বছরে। সাইবার ক্রাইমের নতুন এই জালে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই। এবার এই ধরনের একটি দলকে পাকড়াও করল পুলিশ।
শুক্রবার রাজারহাটে অভিযান চালিয়ে ৩ মহিলা-সহ চারজনকে আটক করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। উদ্ধার হয়েছে ১০০টি সিমকার্ড, একাধিক মোবাইল ফোন, গোছা গোছা ডেবিট কার্ড, বিভিন্ন ব্য়াঙ্কের পাসবই এবং বেশ কয়েকটি মুভি ক্যামেরা। বাজেয়াপ্ত করা হয়েছে ৩০টি সিমবক্স। পুলিশের অনুমান, সিমবক্সটিকে নজরদারি এড়িয়ে আন্তর্জাতিক কলের জন্য ব্যবহার করা হত। তদন্তে নেমে নিউটাউনে আরও একটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে পুলিশ। পুলিশের অনুমান, ভিনরাজ্যেও এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে।
কীভাবে পুলিশের জালে প্রতারণা চক্র?
রাজারহাটের মানিকতলার সেই বাড়িতে বহিরাগতদের আনাগোনা রয়েছে, যাতায়াত রয়েছে মহিলাদেরও। অ্যাপ বাইক চালকের কাছ থেকে পাওয়া সূত্রই ধরিয়ে দিল রাজারহাটের প্রতারণা চক্রকে।
পুলিশ সূত্রে খবর, বউবাজারে এক মহিলার সঙ্গে অ্যাপ বাইক চালকের ভাড়া নিয়ে গন্ডগোল বাধে। অভিযোগ, ভাড়া সংক্রান্ত বিবাদ মেটাতে রাজারহাটের মানিকতলার একটি বাড়িতে বাইক চালককে যেতে বলেন মহিলা। পুলিশের দাবি, রাজারহাটে গিয়ে সন্দেহ হওয়ায় গোটা বিষয়টি রাজারহাট থানায় জানান বাইক চালক। তার ভিত্তিতেই শুক্রবার বিকেল থেকে রাতভর রাজারহাটের এই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সামনে আসে বড়সড় প্রতারণার কারবার।
এই ধরনের একাধিক সাইবার - প্রতারণা চক্র রয়েছে কলকাতায়, এমনটাই সন্দেহ গোয়েন্দাদের। তাই সাধারণের সুরক্ষার কথা ভেবে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, অচেনা মানুষের বন্ধুত্বের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে ভাবুন। চ্যাটে কারও সঙ্গে প্রাইভেট ছবি শেয়ার না করাই ভাল। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অচেনা কারও থেকে ভিডিও কল নেওয়া বন্ধ করুন। কোনওভাবে কারও দ্বারা ব্ল্যাকমেল হলে, দ্বিধা দূর করে আগে সাইবার ক্রাইম সেলে জানান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।