কলকাতা: বঙ্গোপসাগরের উপরে যে Low-pressure  বলয় তৈরি হয়েছিল। ১৯ জুলাই সেটি আরও শক্তিশালী হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য অংশে এমন নিম্নচাপ বলয় রয়েছে। এটি প্রসারিত রয়েছে ওড়িশা হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত বিস্তৃত। আপাতত যা পরিস্থিতি এটি ধীরে ধীরে এগোতে এগোতে দুর্বল হয়ে যাবে।


আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?


২০ জুলাই:
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতে হতে পারে আজ।  হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায়, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।


২১ জুলাই:
এদিন তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি রয়েছে। এখনও পর্যন্ত যা আবহাওয়া (West Bengal Weather Forecast) পূর্বাভাস তাতে এদিন পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় একাধিক এলাকায় বৃষ্টি হতে পারে।             


২২ জুলাই: 
এদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।                             


উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?


২০ জুলাই:
এদিন উত্তরবঙ্গের (North Bengal Weather) কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। 


২১ জুলাই:
এদিন হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। 


 






মৎস্য়জীবীদের প্রতি সতর্কবার্তা:
বিক্ষুব্ধ থাকবে সমুদ্র। সেই কারণে ২১ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় বঙ্গোপসাগরের গভীরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: CrowdStrike কাঁটায় গোটা বিশ্ব বিপর্যস্ত, আঁচ পড়ল না ভারতের ব্যাঙ্কে! কেন জানেন?