ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কেওয়াইসি আপডেটের (KYC Update) নামে হঠাৎ ফোনে এল মেসেজ। আর সেই থেকেই প্রতারণা (Fraud)। এমনটাই অভিযোগ হাওড়ার শিবপুরের (Howrah Shibpur) বাসিন্দার। লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য শেয়ার করতেই ৩ ধাপে ৯০ হাজার টাকা উধাও হয়ে গেল ওই বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। সব শুনে সাইবার বিশেষজ্ঞদের একটাই মত, এখনই সতর্ক হোন।
হঠাৎই ফোনে এল একটা মেসেজ। সেখানে লেখা, 'এক্ষুনি মেসেজে পাঠানো লিঙ্কে ক্লিক করে KYC আপডেট করতে হবে। নাহলে বন্ধ হয়ে যাবে পরিষেবা।'
দিনকয়েক আগে মোবাইলের নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার থেকে পাওয়া এমনই এক মেসেজ দেখে খানিকটা চমকে গিয়েছিলেন বেসরকারি সংস্থায় কর্মরত হাওড়ার শিবপুরের বাসিন্দা সৌভিক চট্টোপাধ্যায়। এরপরই লিঙ্কে ক্লিক করে আদেশ অনুসারে শেয়ার করেন প্রয়োজনীয় তথ্য। তাতেই সর্বনাশ! অভিযোগ, এরপর ৩ ধাপে ৯০ হাজার টাকা উধাও হয়ে যায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন সৌভিক। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল সার্ভিস প্রোভাইডারের নাম ভাঁড়িয়ে ইদানিং এই ধরণের প্রতারণা চক্র তৎপর হয়ে উঠেছে। সময় থাকতে সতর্ক না হলেই বিপদ।
সাইবার বিশেষজ্ঞ কৃষ্ণেন্দু মণ্ডলের কথায়, 'অচেনা কোনও লিঙ্কে আমাদের ক্লিক করাই উচিত নয়। কোনও ওয়েব পেজে ক্লিক করা উচিত নয়।' একটু অসতর্ক হলেই হতে পারে মহা বিপদ।
আর অন্যদিকে প্রতারিত সৌভিক চট্টোপাধ্যায়, এখনও উধাও হওয়া টাকা ফেরত পাননি বলে জানিয়েছেন।
আরও পড়ুন: Kolkata: রাজ্যে বাড়়ল আরও ৮টি থানা, দমদম থানা ভেঙে নাগেরবাজার থানা
দিন কয়েক আগেই গ্রাহকদের স্বার্থে ফের প্রতারকদের থেকে সাবধান করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সম্প্রতি ব্যাঙ্ক জালিয়াতি রুখতে সামাজিক মাধ্যমে ট্যুইট করে কোম্পানি। সেখানে কী বলেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক? ট্যুইটে লেখা হয়, 'KYC আপডেটের নামে দেশে সক্রিয় রয়েছে একটি জালিয়াতি চক্র। তারাই ব্যাঙ্কের গ্রাহকদের ফাঁদে ফেলছে। সামান্য একটা লিঙ্কে ক্লিক করলেই উধাও হতে পারে আপনার সঞ্চিত অর্থ। সেই ক্ষেত্রে আপানর মেইল অ্যাড্রেস বা অপরিচিত কল থেকে বা এসএমএসে হানা দেবে প্রতারকরা।'