নয়াদিল্লি: ভারতে বিলাসবহুল বা প্রিমিয়াম গাড়ির বাজারে নয়া সংযোজন। নয়া এসইউভি (SUV) গাড়ি আনল লেক্সাস মোটর্স। জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি যে নতুন গাড়ি ভারতের বাজারে আনল সেটি NX SUV-এর দ্বিতীয় সংস্করণ (second generation)।
নতুন মডেলে বেশ কিছু পরিবর্তন এনেছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা লেক্সাস। লুকসেও এসেছে দারুণ কিছু পরিবর্তন। স্পিন্ডল গ্রিল (spindle grille) এবং নতুন ডিজাইনের হেডল্যাম্পের (headlamp) কারণে গাড়িটির সামনের দিকে লুকস একদম বদলে গিয়েছে। গাড়ির দুই পাশের লুকসও আগের চেয়ে অনেক আকর্ষণীয় হয়েছে। নতুন মডেলে জুড়েছে ২০ ইঞ্চির চাকা। গাড়ির পিছনদিকের চেহারাতেও পরিবর্তন হয়েছে। নতুন মডেলে জুড়েছে tapering roofline. গাড়ির পিছনে tail-lamps দুটির মধ্যে রয়েছে একটি লাইট বার (light bar), যেটি দুই টেইল-ল্যাম্পকে যোগ করেছে। শুধু বাইরের দিকটিই নয়, নতুন মডেলের অন্দরসজ্জাতেও যত্ন নিয়েছে লেক্সাস মোটর্স। নতুন জেনারেশনের NX SUV-তে রয়েছে ১৪ ইঞ্চির টাচস্ক্রিন। থাকছে নতুন ডিজাইনের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও।
গাড়ির সজ্জা ছাড়াও নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখেছে প্রস্তুতকারক সংস্থা। একাধিক আধুনিক নিরাপত্তা পরিকাঠামো (safety feature) রয়েছে নয়া NX SUV-তে। গাড়িতে রয়েছে প্রি কলিশন সিস্টেম ফর ভেহিক্যাল ডিটেকশন অ্যালার্ম (pre collision system for vehicle detection with alarm)। রয়েছে ডায়ানমিক রাডার ক্রুজ কন্ট্রোল (Dynamic Radar Cruise Control), গাড়ি কোন লেনে চলছে তা নিয়ে সতর্ক করার জন্য Lane Departure Alert & Lane Tracing Assist. এর সঙ্গেই অন্ধকারে গাড়ি চালানোর জন্য হেডল্যাম্পে অটো হাইবিমের (auto high beam) সুবিধাও রয়েছে নতুন জেনারেশনের NX SUV-তে। রয়েছে Adaptive High beam System। এখানেই শেষ নয়, Blind Spot monitor, Rear Cross Traffic Alert (RCTA) এবং রিয়ার ক্যামেরা ডিকেটশন (Rear Camera Detection) এর সুবিধাও রয়েছে নতুন এই মডেলে। গাড়ির সামনে ও পিছনে রয়েছে পার্কিং সেন্সরও।
নতুন জেনারেশনের NX SUV-তে একাধিক নতুন ফিচারও রয়েছে। নতুন গাড়িটিতে HUD, প্যানারোমিক সানরুফ (panoramic sunroof) রয়েছে। যাত্রীদের সুবিধার জন্য ইলেকট্রিক সিট রয়েছে। তার সঙ্গেই গাড়ির ভিতরেও রয়েছে আলোর কারুকাজ (ambient lighting)।
ভারতে যে নতুন মডেলের NX SUV বিক্রি হবে তা হবে NX350h হাইব্রিড ভ্যারিয়েন্ট। রয়েছে অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন। ২.৫ লিটার ইনলাইন 4-cylinder ইঞ্জিন রয়েছে, সঙ্গী ইলেকট্রিক মোটর। এই এসইউভির সঙ্গে রয়েছে eCVT অটোমেটিক গিয়ারবক্স।
নতুন NX 350h তিনটি আলাদা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সেগুলি কী কী, আর তার এক্স শোরুমের দামই বা কেমন দেখে নেওয়া যাক সেগুলো।
NX 350h Exquisite: দাম ৬৪ লক্ষ ৯০ হাজার টাকা
NX 350h Luxury:দাম ৬৯ লক্ষ ৫০ হাজার টাকা
NX 350h F-Sport: দাম ৭১ লক্ষ ৬০ হাজার টাকা
আরও পড়ুন: ১৫ মিনিটে হবে সারাদিনের চার্জ ! জেনে নিন কী আছে রেডমি নোট ১১-এ